Web bengali.cri.cn   
ফুচিয়ান প্রদেশের ছুয়ানচৌতে চলুন বেড়িয়ে আসি
  2013-10-08 15:30:53  cri

 


আলিম. সুপ্রিয় বন্ধু, যদি আপনি কি শহরের ব্যস্ত জীবনযাপনে বিরক্ত হয়ে উঠেছেন? একটি শান্ত ও সুন্দর জায়গায় কিছুদিন প্রাণভরে শ্বাস নিতে চান? তাহলে চলে আসতে পারেন ফুচিয়ান প্রদেশের সিয়ামেন শহরে। এখানে আপনি জীবনের বৈচিত্র্য খুঁজে পাবেন, কথা দিচ্ছি। সিয়ামেন শহর চীনের সুন্দর সৈকত-শহরগুলোর অন্যতম।

সুবর্ণা. হ্যাঁ, আপনি ঠিক বলেছেন; সিয়ামেন শহরের সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমার মনে গভীর প্রভাব ফেলেছে। তবে ছুয়ানচৌ তার চেয়ে তুলনামূলকভাবে অধিক শান্ত ও প্রাচীনকালের বৈশিষ্ট্যময়। এখানকার স্থাপত্য প্রাচীনকালের মিং ও ছিং রাজবংশের বৈশিষ্ট্যসম্পন্ন। ছোট অলিগলিতে লাল রঙয়ের লন্ঠন রাতের দৃশ্যকে আরো মোহনীয় করে তোলে। অলিগলিতে কোনো একটি পুরনো প্রাঙ্গণে প্রবেশ করলেই আপনার চোখে পড়বে স্থানীয় অঞ্চলের লোকরা উন্মুক্ত প্রাঙ্গণে বসে চা খাচ্ছে বা বই পড়ছে। এ দৃশ্য আপনাকে প্রশান্তির আমেজ দেবে। ছুয়ানচৌ শহরের ইতিহাস সুদীর্ঘকালের। থাং রাজবংশ আমল থেকে এখানে রঙিন বাতি তৈরী শুরু হয় এবং সোং ও ইউয়াং রাজবংশে এ হস্তশিল্পর ব্যাপক প্রচলন হয়। ছুয়ানচৌ'র রঙিন বাতি চীনের অন্যান্য জায়গার বাতির চেয়ে কিছুটা ভিন্ন। এখাকার কাগজে খোদাই করা বাতি ও রেশম দিয়ে তৈরী সূচিকর্মের বাতি খুবই সুন্দর। এগুলো দক্ষিণ চীনের রঙিন বাতির প্রতীক।

আলিম. হ্যাঁ, আমি ছুয়ানচৌ রঙিন বাতির ছবি দেখেছি। এর প্রযুক্তি চমত্কার। ২০০৬ সালের মে মাসে ছুয়ানচৌ রঙিন বাতি চীনের প্রথম পর্যায়ের জাতীয় অবৈষয়িক ঐতহ্যের নামতালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। তবে প্রিয় শ্রোতা, ছুয়ানচৌ শহরের আরো কিছু তথ্য জানার আগে আমরা ফুচিয়ান প্রদেশের গায়িকা চিনছি'র গাওয়া সুন্দর গানটি শুনি; গানের নাম ফুলের মতো।

সুবর্ণা. সুন্দর গানটি শোনার পর এখন ছুয়ানচৌ শহরের সিচিয়ে রাস্তায় অবস্থিত চা দোকানের তথ্য জানাই। সিচিয়ে হল ছুয়ানচৌ শহরের একটি সাংস্কৃতিক রাস্তা, পর্যটকদের চোখে বৈশিষ্ট্যময় দর্শনীয় স্থানের অন্যতম, এখানে বেড়াতে আসলে স্থানীয় অঞ্চলের লোকদের জীবনযাপন পদ্ধতি অনুভব করতে পারবেন। এ রাস্তায় চা দোকান, হোস্টেল ও রেস্তোরাঁ সবই পাওয়া যায়। ফুচিয়ান প্রদেশের লোকেরা চা খেতে বেশ পছন্দ করে, এ জন্যে চা দোকান একটি সরগরম জায়গা, অপরিচিত লোকরা একসাথে বসে চা খাওয়ার সঙ্গে সঙ্গে গল্প করে, কম সময়ের মধ্যে সবাই বন্ধুর মতো পরিচিত হয়। প্রাচীনকাল থেকে ছুয়ানচৌ শহরের লোকেরা এ রীতি অনুসরণ করে আসছে, তা খুবই মজার অভিজ্ঞতা। আলিম ভাই, বাংলাদেশের রাস্তায় অনেক লোক একসাথে দাঁড়িয়ে কথাবার্তা বলে, আমি সেই দৃশ্যও দেখেছি, সেটাও কি একই রকম?

সুবর্ণা. কথাবার্তায় সময় দ্রুত সময় চলে যায়। রাতের বেলা বিশেষ করে ১১টার পরে সিচিয়ে রাস্তায় আরো অনেক লোক দেখা যায়। তারা কিছু হাল্কা ধরনের খাবার খাওয়ার পর বাসায় ফিরে যায়। আগে আমরা বলেছি রঙিন বাতি ছুয়ানচৌ শহরের একটি বৈশিষ্ট্যময় হস্তশিল্পকর্ম ও অবৈষয়িক ঐতিহ্য। তাহলে আমরা আপনাদের জন্য রঙিন বাতির কিছু ইতিহাস জানিয়ে দিই।

আলিম. প্রাচীনকালের থাং রাজবংশের শেষ আমলে গৃহযুদ্ধ ঘটার কারণে চীনের মধ্যাঞ্চলের অনেক লোক দক্ষিণ চীনে পালিয়ে এসেছিল। তারা নদীর পাশে বসবাস করত এবং বিভিন্ন উত্সব উদযাপন করার সময় রঙিন বাতি তৈরী করে বাসা সাজিয়ে রাখত। পরে সোং রাজবংশে রঙিন বাতি সারাদেশে প্রচলিত হয়। ছুয়ানচৌ শহরের রঙিন বাতির শিল্পীদের কাজ সবচে ভাল বলে, চীনের অন্যান্য শহরের উত্সব চলাকালে এখান থেকে রঙিন বাতির শিল্পীদের আমন্ত্রণ জানানো হয়। এ পর্যন্ত ছুয়ানচৌ শহরের রঙিন বাতি তৈরীর ইতিহাস ১০০০ বছরেরও পুরাতান। বসন্ত উত্সবের ইউয়ান সিয়াও উত্সবে রঙিন বাতি প্রদর্শনীর অনুষ্ঠান অনেক প্রচলিত এবং কয়শ রকমের রঙিন বাতি এখানে তৈরি হয়। বিভিন্ন বছরে ইউয়ানসিয়াও উত্সবে লোকেরা মন্দিরের সামনে রঙিন বাতি প্রদর্শনী দেখতে আসে।

সুবর্ণা. শুনেছি তখন ছুয়ানচৌ শহরের বিভিন্ন লোক রঙিন বাতি পরিদর্শন করতে আসে। মন্দিরের সামনে অনেক ভীড় দেখা যায়। উত্সব শেষ হওয়ার পর দেখা যায় সেখানে মানুষের ফেলে যাওয়া অনেক জুতা পড়ে আছে। বুঝতেই পারছেন অনেক লোক এখানে আসেন। প্রাচীনকালে লোকেরা নিজের বাসার রঙিন বাতির ভিতরে ধাঁধা রাখত। সবসময় একটি ছোট কবিতার মাধ্যমে ধাঁধাটি বর্ণনা করা হত। অতিথি যদি ধাঁধার উত্তর ঠিক দিতে পারতেন, তাহলে কর্তা খুব খুশি হতেন।

আলিম. আচ্ছা, প্রিয় শ্রোতা, রঙিন বাতির কিছু তথ্য জানার পর এখন এ সম্পর্কে একটি গান শুনি। গানের নাম রঙিন বাতির মেয়ে। গানের কথা মোটামুটি এমন: আমার জন্মস্থান সুন্দর উচিয়াং নদীর পাশে/ সেখানে আমার বাবা-মা বাস করেন/ আমার জন্মস্থান সিনান নামে একটি স্থান/ সেখানে আমার প্রিয় মেয়ে আছে/ গ্রামের ছেলেমেয়ে সবসময় প্রেমের গান গায়/ পুরনো গল্প ও সুর শুনে আকাশের চাঁদ দেখে রঙিন বাতি উড়িয়ে যায়....


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040