|
||||||||||||||||||||||||||||
|
0925lvyou
|
সুবর্ণা. ব্যাংকক থাইল্যান্ডের রাজধানী, যাতায়াত ব্যবস্থা খুবই সুবিধাজনক, চীন বা বাংলাদেশ থেকে এখানে বিমান করে পৌঁছাতে শুধু কয়েক ঘন্টা সময় লাগে। থাইল্যান্ডে আধুনিক শহরের সব বৈশিষ্ট্য আপনি দেখতে পাবেন; আবার পাশাপাশি দেখবেন বৌদ্ধ ধর্মসংশ্লিষ্ট সাংস্কৃতিক কর্মকাণ্ড আর মন্দিরের সমারোহ। আধুনিকতা আর ঐতিহ্যের এই মিলমিছিল আমার খুব ভালো লাগে। তাই, যখনই থাইল্যান্ড যাই, তখন ব্যাংকক আমাকে আসতেই হয়। প্রথম ব্যাংকক, তারপর অন্য কোথাও, অন্য কোনোখানে।
আলিম. আচ্ছা, তাহলে আমাদের ব্যাংকক ভ্রমণ শুরু করতে পারি। প্রথমে আপনি আমাকে ও শ্রোতাদের কোথায় নিয়ে যাবেন?
সুবর্ণা. থাইল্যান্ডের রাজপ্রাসাদ (grand palace) আমার মনে গভীর প্রভাব ফেলেছে। প্রথমে এর পরিচয় দিতে চাই। এ রাজপ্রাসাদ থাইল্যান্ডের রাজপরিবারের বৃহত্তম প্রাসাদ স্থাপত্যগুলোর অন্যতম। এখানে থাইল্যান্ডের স্থাপত্য-সংস্কৃতিতর সব উপাদানের সমাবেশ ঘটানো হয়েছে। ১৭৮২ সালে এ প্রাসাদ নির্মিত হয়। তখন তা সিয়েম রাজার বাসস্থান ছিল। তবে, বর্তমানে থাইল্যান্ডের রাজপরিবার 'চিত্রলাদা' (chitralada) প্রাসাদে বসবাস করে। দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান রাজপ্রাসাদেই আয়োজন করা হয়। তা ছাড়া, পর্যটকদের কাছে এটি একটি জনপ্রিয় দর্শনীয় স্থানও বটে।
আলিম. রাজপ্রাসাদের আরো কিছু বর্ণনা শুনি আপনার মুখে। আমিতো চীনের সম্রাটদের প্রাসাদ দেখেছি বেইজিংয়ে। যাকে বলে ফরবিডেন সিটি বা নিষিদ্ধ নগর। তা, থাই রাজপ্রাসাদের সাথে চীনের রাজপ্রাসাদের পার্থক্য কী?

সুবর্ণা. ....চীনের ফরবিডেন সিটির সাথে থাই রাজপ্রাসাদের পার্থক্য আছে।......থাইল্যান্ডের রাজপ্রাসাদকে দূর থেকে দেখলে একটি সোনালী মন্দির বলে মনে হয়। যদিও থাইল্যান্ডের আবহাওয়া অনেক গরম, তবে রাজপ্রাসাদের ভিতরে গেলেই নিয়ম অনুসারে আপনাকে লম্বা স্কার্ট পড়তে হবে। ছেলে বা মেয়ে যে-ই হোক, শরীরের পাশাপাশি পা এবং বাহু ঢেকে তাকে ভিতরে প্রবেশ করতে হবে। এটাই নিয়ম। রাজপরিবারের সম্মানে এটা করতে হয়।
রাজপ্রাসাদের ভিতরে ক্যাম্বোডিয়ার 'অ্যাংকর ওয়াট' (angkor wat)-এর মতো একটি মডেল আছে, যা দেখে আমি অবাক হয়েছি। কারণ, আমি ক্যাম্বোডিয়া ভ্রমণের সময় সেখানকার অ্যাংকর ওয়াট দেখেছি। প্রাসাদের মডেলটি দেখে আমি কয়েক মুহূর্তের জন্য ক্যাম্বোডিয়ায় চলে গিয়েছিলাম।
আলিম. আসলে রাজপ্রাসাদের ব্যাপার-স্যাপারই আলাদা। রাজা-বাদশাদের কারবার বলে কথা। তবে, রাজপ্রাসাদে গেলে বা রাজপ্রাসাদের গল্প শুনলেই আমার সেসব শ্রমিকের কথা মনে পড়ে, যেসব শ্রমিকের ঘাম আর রক্তের উপর দাঁড়িয়ে আসে এসব প্রাসাদ। আমি কি মন খারাপ হয়ে যাওয়ার মতো কিছু বলে ফেলেছি? ঠিক আছে চলুন তাহলে একটি গান শুনে মন ভালো করা যায় কি না দেখি। এটি থাই ভাষার একটি গান। গানের নাম 'শুধু তোমাকে'। কয়েক বছরের আগে থাইল্যান্ডের একটি জনপ্রিয় চলচ্চিত্রের থিম সংগীত এটি। চলুন শোনা যাক।

সুবর্ণা. সুন্দর গানটি শোনার পর থাই রাজপ্রাসাদ চত্বরে অবস্থিত 'জেড বুদ্ধ মন্দির' সম্পর্কে আপনাদের কিছু তথ্য জানাতে চাই। এই মন্দির থাইল্যান্ডের সবচে পবিত্র মন্দিরগুলোর একটি। বিভিন্ন সময়ে থাইল্যান্ডের বিভিন্ন রাজা এই মন্দিরে পূজা-অর্চনা করতেন; বুদ্ধর উদ্দেশ্যে নিবেদন করতেন শ্রদ্ধা। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে বিকেলে সাড়ে ৪টা পর্যন্ত এ মন্দির খোলা থাকে। তবে মন্দির পরিদর্শনকালে মনে রাখতে হবে যে, ভিতরে ছবি তোলা নিষেধ।
আলিম. আচ্ছা, শুনেছি ব্যাংককের সবচে বড় ও পুরনো মন্দিরে হাজারটিরও বেশি বুদ্ধমূর্তি আছে। এদের মধ্যে গৌতম বুদ্ধর একটি শায়িত মূর্তির দৈর্ঘ্য ৪৬ মিটার এবং উচ্চতা ১৫ মিটার। মূর্তির ভিতরটা কাদা মাটির তৈরি। তবে, বাইরের আবরণ স্বর্ণের। মূর্তির দুটি চোখ ও পা শেল দিয়ে সাজানো, যা দূর থেকে দেখলে মনে পবিত্র ভাব জাগে।
সুবর্ণা. হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। ফো (pho) মন্দির থাইল্যান্ডের সবচে বড় ও পুরনো মন্দিরগুলোর অন্যতম। জানা যায়, ঐতিহ্যবাহী থাই মাসাজে প্রচলন হয়েছে এই মন্দির থেকে। মন্দির শরীর মাসাজ ও পা মাসাজের পরিসেবা দেয়া হয়। প্রতি ঘন্টায় এর খরচ ৫০ ইউয়ান বা প্রায় ১০ মার্কিন ডলার। আপনারা মূল রাজপ্রাসাদ থেকে ১০ মিনিট পায়ে হেঁটে এ মন্দিরে পৌঁছাতে পারেন।



| © China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |