Web bengali.cri.cn   
চক্রবুহ্য
  2013-09-12 12:49:04  cri

এই অবস্থায় কাবিল এই অঞ্চলে শিল্প নির্মাণে বিনিয়োগ বন্ধ করার জন্য আদিলের কাছে অনুরোধ জানায়। কাবিল আরও জানায় যে, আন্ডারকাভারের দায়িত্ব পালনের আগে তাঁরা বিশ্বাস ছিল, সাধারণ দরিদ্র মানুষের দায়িত্ব এবং তাদের মৌলিক অধিকার সুরক্ষার দায়িত্ব সরকারের এবং এক্ষেত্রে সরকার সব সময় আন্তরিক। তবে নিষ্ঠুর বাস্তবতা হলো এই: সরকার গৃহহারা মানুষদের জন্য বিকল্প কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, উল্টো নকশাল সংগঠনটিই দরিদ্র মানুষের পাশে দাড়িঁয়ে তাদের সাহায্য করার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যেত থাকে। কিন্তু এ সব কোনো যুক্তিতেই আদিলকে টলাতে পারে না, উল্টো দৃঢ়তার সাথে কাবিলের অনুরোধ প্রত্যাখ্যান করে। কারণ দরিদ্র মানুষের প্রতি আদিলের সহানুভূতি থাকা সত্ত্বেও, তাঁর শ্রেণী-স্বার্থ সংক্ষরণের অবস্থান পরিবর্তিত হবে না কিছুতেই। আদিলও তার যুক্তি দিয়ে বলে যে, দরিদ্র মানুষের অধিকার অর্জনের চেতনা খুব সঠিক, তবে তাদের অধিকার আদায়ের পদ্ধতি অত্যন্ত হটকারীমূলক এবং সহিংস। মূলত এখানেই আদিলের সঙ্গে কাবিলের বন্ধুত্বের অবসান ঘটে।

চলচ্চিত্রের শেষে দেখা যায় কাবিল সরকারী বাহিনীর সাথে একটি যুদ্ধে মারা যায়। তবে চলচ্চিত্রে নকশালদের আপত পরাজয় হলেও, এমন একটি ইঙ্গিত করা হয় যে, এরপর নকশাল আন্দলোনের শক্তিমত্তা দিনদিন বৃদ্ধিপাচ্ছে।

1 2 3 4 5
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040