Web bengali.cri.cn   
চক্রবুহ্য
  2013-09-12 12:49:04  cri

সুদর্শন আদিল খান খুব দামী একটি বেসরকারী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি পাওয়ার পর একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা হিসেব পেশাজীবন শুরু করে এবং বেশ সুখী সমৃদ্ধ একটি জীবন উপভোগ করতে থাকে।

অন্যদিকে আদিলখানের এক বন্ধু কাবিল একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করে এবং বন্ধুর সাহায্যে সেও বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষ করতে সক্ষম হয়। তবে দূর্ভাগ্যের বিষয় হচ্ছে পুলিশ স্কুলে অন্য এক সহপাঠীর পক্ষ নিয়ে শিক্ষকের সঙ্গে দুর্ব্যবহার করার কারণে তাঁকে পুলিশ স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়। তারপর থেকে কাবিল মোবাইফোনের ব্যবসা করতে শুরু করে, কিন্তু এ ব্যবসাটিও খুব ভালো ভাবে চললো না। ফলে এবার তাকে প্রায় দেউলিয়াত্বের মুখে দাঁড়াতে হলো। জীবনের এই সংকটের সময়ে কাবিল আবারও পুরানো বন্ধু আদিলের সাহায্য প্রার্থনা করে। আদিলের সঙ্গে দেখা হওয়া পর কাবিল প্রসঙ্গক্রমে জানতে পারে যে, আদিল একটা ব্যাপার নিয়ে বেশ চিন্তিত।

ভারতের নন্দিগরের বেশ কিছু অঞ্চলে নকশাল আন্দোলন ক্রমশই শক্তিশালী হয়ে উঠছে এবং তা বহুবছর ধরেই সরকারের জন্য বিশেষ হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই এবার, এই বিশেষ সংঘাতপূর্ণ অঞ্চলের নকশাল আন্দোলনকে সম্পূর্ণ নির্মূল করার দায়িত্ব বর্তায় আদিলের ওপর। কিন্তু সমস্যা হচ্ছে নকশাল বাহিনী এ অঞ্চলে এতটাই শক্তিশালী যে পুলিশের সমন্বিত কৌশল আর আক্রমনের সবটাই বারবারই ব্যর্থ হয়ে যায়। উল্টো মৃতের সারিতে পুলিশের সংখ্যাই বেড়ে যাচ্ছিল ক্রমাগত। কেননা নিষিদ্ধ এই সংগঠনটি এতটাই ঐক্যবদ্ধ যে দলের ভিতরে গোপনীয় কোনো তথ্য বা পরিকল্পনার খবর উদ্ধারের সব চেষ্টাই ব্যর্থ হয়েছে। এই বিষয়টি জানার পর কাবিল আদিলের হয়ে নকশাল সংগঠনে একজন আন্ডারকাভার বা গুপ্তচর হিসেবে কাজ করার মতো গুরুতর ঝুঁকিপূর্ণ একটি সিদ্ধান্ত নিয়ে নেয়।

1 2 3 4 5
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040