Web bengali.cri.cn   
ক্রিস্টোফার কলম্বাসের রুট অনুসরণ করে 'চলুন বেড়িয়ে আসি' ক্যারিবীয় দ্বীপপুঞ্জে
  2013-09-11 10:54:12  cri

আলিম. বর্তমানে জ্যামাইকায় রাস্তাফারি ধর্মাবলম্বীদের সংখ্যা এক লাখেরও বেশি। তাদের চুলে প্রচুর বেণী দেখা যায়। নেদারল্যান্ডস-এর জনপ্রিয় ফুটবল খেলোয়াড় রুড খুলিতও এ ধর্মের প্রতিনিধি।

সুবর্ণা. হ্যাঁ, আমার ছোটবেলায় তাঁর মাথার বেণীগুলো আমাকে খুব আকৃষ্ট করতো। আচ্ছা, জ্যামাইকার ভ্রমণ শেষে ত্রিনিদাদ ও টোবাগোর সুন্দর প্রাকৃতিক দৃশ্যের সাথে শ্রোতাদের পরিচয় করিয়ে দিই। ১৪৯৮ সালে কলম্বাস তার তৃতীয় সমুদ্রভ্রমণে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি ছোট দ্বীপ আবিষ্কার করেন। এ দ্বীপে তিনটি পাহাড় রয়েছে। দ্বীপটিতে তিনি যখন পৌঁছান তখন 'ট্রিনিটি সানডে' উত্সব চলছিল এবং তিনি দেখতে পান যে স্থানীয় অঞ্চলের আদিম জাতির লোকেরা তামবাকু নামক একধরণের তামাক খায়। এ থেকেই দ্বীপটির নাম হয়ে যায় ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো। আলিম. শুনতে পাই যে, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর ফুল ও পাখি দারুণ সুন্দর। কলম্বাস দ্বীপটি আবিষ্কার করার আগে স্থানীয় অঞ্চলের লোকরা দ্বীপকে 'ইলি' বলে ডাকতো, যার অর্থ হল হামিং পাখির মাটি। স্থানীয় অঞ্চলের লোকেরা এ পাখিকে সূর্যদেবের প্রতীক হিসেবে মনে করে। হামিং পাখি এক ধরনের রহস্যময় পাখি। প্রতি মিনিটে এ পাখি ৬০ থেকে ৭০ বার তার ডানা ঝাপটাতে পারে। এটি পৃথিবীর সবচে দ্রুতগতিসম্পন্ন পাখি। পাখিটি দেখতেও খুব সুন্দর। ছোট্ট এই পাখিটির জন্মস্থান ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো। সুবর্ণা. প্রতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত, পাখির দল উত্তর দিক থেকে এসে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর বিভিন্ন ধরণের সুন্দর ফুল ও ফল গাছে নিজেদের বাসা তৈরি করে। যদি আপনাদের সময় থাকে, তাহলে এ দ্বীপের পাখিকেন্দ্রে বেড়াতে আসতে পারেন। সেখানে নানা ধরনের পাখি দেখতে পাবেন, খুবই মজা পাবেন। তা ছাড়া, মালাস্কা উপত্যাকার সৈকতও দারুণ সুন্দর, সমুদ্র পরিস্কার। পরিবারের সদস্যের সঙ্গে এখানে ছুটি কাটানো একটা চমত্কার অভিজ্ঞতা।

আলিম. আচ্ছা, সময় দ্রুত চলে যায়, আজকের অনুষ্ঠান তাড়াতাড়ি শেষ হবে। এখন আমরা আপনাদের জন্য জনপ্রিয় চলচ্চিত্র ক্যারিবীয় জলদস্যুর একটি গান শোনাই।

সুবর্ণা. সুন্দর গানের মধ্য দিয়ে আমি আজকের ক্যুইজ প্রতিযোগিতার প্রশ্ন করি, তা হল হামিং পাখির জন্মস্থান কোথায়?

আলিম. প্রশ্নটি আবার বলি, হামিং পাখির জন্মস্থান কোথায়?

সুবর্ণা. আশা করি আপনারা আজকের বিভিন্ন দ্বীপের ভ্রমণ পছন্দ করেছেন। আমরা আপনাদের চিঠির অপেক্ষায় রইলাম। আমাদের যোগাযোগ ঠিকানা ben@cri.com.cn

আলিম. সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আগামী সপ্তাহে একই সময়ে আপনাদের সঙ্গে আবারো কথা হবে। যাইচিয়ান।(সুবর্ণা/আলিম)


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040