|
আলিম. রিফের জেলেরা আন্তরিক ও অতিথিপরায়ণ। তারা দূর থেকে আসা পর্যটকদের জন্য টাটকা সামুদ্রিক খাবার রান্না করে। এসব খাবার তৈরী হয় কাঁকড়া, গলদা চিংড়ি, ইত্যাদি দিয়ে। লিংইয়াং রিফের সৈকত বেশ শান্ত এবং এর দৈর্ঘ্য মাত্র কয়েক শত মিটার। সৈকতে আপনি সংগ্রহ করতে পারবেন প্রবাল-পাথর ও কালো রঙয়ের সী চেস্টনাট। সী চেস্টনাট ওয়াসাবি ও সয়া সসের সাথে মিশিয়ে খেতে বেশ ভালো লাগে।
আলিম. সূর্যাস্তের চমত্কার দৃশ্যকে সামনে রেখে, চলন্ত জাহাজে বসে মাছ ধরাও কিন্ত একটি চমত্কার অভিজ্ঞতা। সিশা দ্বীপপুঞ্জের সবচে দক্ষিণ দিকের পানশি দ্বীপের অদূরে প্রাণচঞ্চল ঝাকে ঝাকে মাছ দেখা যায়। 'লাইফ অব পাই' ছবিতে যেমন দেখানো হয়েছে, অনেক মাছ পানি ছেড়ে শূন্যে উঠে আসে। উড়ন্ত এসব মাছ কখনো কখনো জাহাজের গায়ে ধাক্কা খায়। সে এক অসাধারণ সুন্দর দৃশ্য। আপনাকে অবাক করে দিয়ে হয়তো একট ছোট পাখি আপনার একেবারে কাছে জাহাজে এসে বসবে নির্ভয়ে। এ-দৃশ্যের তুলনা হয় না।
সুবর্ণা. আচ্ছা, বন্ধুরা, আবার গানের পালা। গানের নাম 'দক্ষিণ সমুদ্রের জাহাজ'।
আলিম. সুন্দর গানটি শোনার পর চলুন আবার বেড়িয়ে পড়ি সিশা দ্বীপের পথে। পানশি দ্বীপ আসলে একটি ১০ কিলোমিটার লম্বা গোলাকৃতির রিফ। সন্ধ্যাবেলায় এ রিফের আকার অনেক ছোট হয়। এখানে কোনো উদ্ভিদ বা মাছ নেই। এখানে দেখতে পাবেন শুধু সাদা রঙয়ের বালি ও কচ্ছপের পায়ের ছাপ। আরো দেখতে পাবেন সবুজ ঢেউ, সাদা মেঘ আর নীল শান্ত আকাশ। মূল ভূখণ্ড থেকে অনেক দূরের এই রিফে কান পেতে আপনি শুধু শুনতে পাবেন সাগরের গর্জন।
সুবর্ণা. ছুয়ানফু দ্বীপ একটি অতি ছোট বালিদ্বীপ। পূর্ব থেকে পশ্চিম দিকে এটি মাত্র ৩৬০ মিটার দীর্ঘ। আর, দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত এর বিস্তার মাত্র ২৪০ মিটার। এ বালিদ্বীপের নাম সাদা বালিদ্বীপ। সুর্যালোকে এ বালিদ্বীপের কাছে সমুদ্র একেক সময় একেক রঙ ধারণ করে: হাল্কা সবুজ, কালচে সবুজ, হাল্কা নীল, গভীর নীল। সমুদ্রের এই বিচিত্র রূপ না-দেখলে আপনার মন প্রশান্তিতে ছেয়ে যাবে, নিশ্চিত করে বলতে পারি।
আলিম. আমি সমুদ্র ভালোবাসি। সিশা দ্বীপপুঞ্জের অপরূপ সৌন্দর্যের বর্ণনা শুনতেও আমার ভালো লাগছে।
সুবর্ণা. দ্বীপ ভ্রমণ আমার প্রিয়। এ পর্যন্ত সানইয়া শহর ও থাইল্যান্ডের পুকি দ্বীপ, পিপি দ্বীপসহ কয়েকটি ছোট দ্বীপে বেড়াতে গিয়েছিলাম। বিভিন্ন দ্বীপ আমার মনে ভিন্ন রকমের প্রভাব ফেলেছে। সুযোগ পেলে আমি পৃথিবীর আরো সুন্দর সুন্দর দ্বীপ ঘুরে দেখতে চাই। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে প্রায় শেষ প্রান্তে চলে এসেছি আমরা। ভ্রমণ শেষ করতে হবে। তবে যাবার আগে একটি সুন্দর গান শোনাতে চাই আপনাদের। যুক্তরাষ্ট্রের বিখ্যাত ও জনপ্রিয় গায়িকা ম্যাডোনার 'লা ইলসা বোনিতা' গানটি আপনারা অনেকেই শুনে থাকবেন। চলুন এই সুন্দর গানটি আবারো শুনি। ভালো গান বারবার শুনতেও ভালো লাগে।
আলিম. সুন্দর গানটি শোনার পর এখন এ সপ্তাহের ক্যুইজ প্রতিযোগিতার প্রশ্ন করি। প্রশ্নটি হচ্ছে: জাহাজ পথে সানইয়া থেকে সিশা দ্বীপপুঞ্জের দূরত্ব কতো?
সুবর্ণা. প্রশ্নটি আবার বলি: জাহাজ পথে সানইয়া থেকে সিশা দ্বীপপুঞ্জের দূরত্ব কতো?
আলিম. আমরা আপনাদের চিঠি অপেক্ষায় রইলাম। আমাদের যোগাযোগ ঠিকানা ben@cri.com.cn (সুবর্ণা/আলিম)
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |