Web bengali.cri.cn   
চেচিয়াং প্রদেশের লিশুই: দক্ষিণ চীনের সুন্দর ও রহস্যময় শহর
  2013-07-03 14:34:34  cri

সুবর্ণা. সুন্দর গানটি শোনার পর এখন লিশুই শহরের চিংনিং জেলার হৃদয় আকৃতির সিঁড়ি ক্ষেত সম্পর্কে কিছু তথ্য জানাই। অনেকে জানেন, অস্ট্রেলিয়ার 'গ্রেট ব্যারিয়ার রীফ'-এর কাছে একটি হৃদয় আকৃতির 'কোরালা রীফ' আছে। বিশ্বের বিভিন্ন দেশের পর্যটরা এ-সুন্দর ও আশ্চর্য্য প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য অস্ট্রেলিয়ায় ভ্রমণ করেন। তবে যদি আপনারা হৃদয় আকারের সিঁড়ি ক্ষেত দেখতে চান, তাহলে অবশ্যই চিংনিংতে আসতে ভুলবেন না। এ হৃদয় আকারের সিঁড়ি ক্ষেতে যেতে একটু সময় লাগবে। চিংনিং জেলার কেন্দ্রীয় এলাকা থেকে পূর্ব দিকে ৩০ কিলোমিটার দূরে গিয়ে তুখেং উপজেলায় এ দারুণ সুন্দর দৃশ্য খুঁজে পাওয়া যায়। গাড়ি চালিয়ে আঁকাবাঁকা রাস্তায় পাহাড়ের নিম্ন দিক থেকে উপরে আরোহণ করে অদূরে একটি বড় ও বহু স্তরের কেকের মতো সিঁড়ি ক্ষেতের শীর্ষ স্থানে হৃদয় আকারের সিঁড়ি ক্ষেত দেখা যায়।

আলিম. এ হৃদয় আকারের সিঁড়ি ক্ষেতের পাশে দাঁড়িয়ে অনেকে প্রার্থনা করেন। জানা গেছে, এ সিঁড়ি ক্ষেতের মালিক একজন প্রবীণ পুরুষ। তিনি সিঁড়ি ক্ষেত চাষ করার সময় কৃত্রিমভাবে তা তৈরি করেনি। অনেকটা আকস্মিকভাবেই এ বিশেষ আকৃতির ক্ষেত তৈরি হয়ে যায়। অনেক ব্যবসায়ী এ সিঁড়ি ক্ষেত কিনে নিতে চেয়েছিলেন। তাদের কাছে মনে হয়েছে, হোটেল ব্যবসার জন্য জায়গাটি দারুণ। তবে মালিক তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

সুবর্ণা. প্রাচীনকালে চীনের বিভিন্ন অঞ্চলের লোক যুদ্ধ এড়ানোর জন্য লিশুইতে চলে এসেছিলেন। দক্ষিণ-পূর্ব চীনের এ ছোট শহর প্রাচীনকালের আদিম জীবনযাপন পদ্ধতির উত্তরাধিকার বহন করছে। লিশুই শহরের সুইছাং জেলার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৫০ কিলোমিটার দূরে ১৬২৬ মিটার উঁচু পাহাড় দেখা যায়। এর নাম নানচিয়ান পাহাড়। এখান পাথরের স্তম্ভ, সিঁড়ি ক্ষেত, মেঘ সমুদ্র ও পুরনো গ্রাম সবই দেখা যায়। এখানকার দুটি পাথর স্তম্ভের উচ্চতা ১০০ মিটারেরও বেশি। প্রতিদিন সুইছাং জেলা থেকে দুটি বাস এ-পাহাড়ে যাতায়াত করে। তবে বাসে চড়ে পাহাড়ে যাওয়া বিপজ্জনকই বটে। এই ধরণের যাত্রায় বেশকিছু সাবধানতা অবলম্বন করতে হয়।

আলিম. লিশুই শহর থেকে বাসে বসে ছাইইউয়ান জেলার তাখে গ্রামে পৌঁছানো যায। সেখানকার গ্রামীণ হোস্টেলে প্রতিদিন থাকা-খাওয়া বাবদ মাত্র ১০০ ইউয়ান গুণতে হবে আপনাকে। আপনারা এখানে বেড়াতে আসলে মিং রাজবংশের লোংছিং আমলের তোরণ ও দক্ষিণ চীনের স্থাপত্য বৈশিষ্ট্যসম্পন্ন পাথর ও কাঠ দিয়ে তৈরি বাসভবন দেখতে পাবেন।

সুবর্ণা. আচ্ছা,বন্ধুরা, মজার মজার পর্যটন স্থানের তথ্য জানার পর আবার গানের পালা। গানের নাম 'স্বপ্নে জলগ্রামে বেড়াতে যাওয়া'।

আলিম. লিশুই শহরের সুইছাং জেলায় স্বর্ণখনি পার্ক আছে। প্রাচীনকালের থাং রাজবংশ থেকে এ স্বর্ণখনি খনন করার ইতিহাস রয়েছে। এর কাছে স্বর্ণ জাদুঘরে ১২.৫ কেজি ওজনের একটি স্বর্ণের টুকরা আছে। এতো ভারি স্বর্ণের টুকরা বিশ্বের অন্য কোথাও পাওয়া যায় না।

সুবর্ণা. আচ্ছা, সময় দ্রুত চলে যায়, আজকের অনুষ্ঠান তাড়াতাড়ি শেষ হবে। এখন এ-সপ্তাহের ক্যুইজ প্রতিযোগিতার প্রশ্ন করি। প্রশ্নটি হচ্ছে: লিশুই শহরে কয় প্রকারের বৈশিষ্ট্যময় সিঁড়ি ক্ষেত দেখা যায়?

আলিম. প্রশ্নটি আবার বলি: লিশুই শহরে কয় প্রকারের বৈশিষ্ট্যময় সিঁড়ি ক্ষেত দেখা যায়?

সুবর্ণা. আমাদের যোগাযোগ ঠিকানা ben@cri.com.cn আমরা আপনাদের চিঠি অপেক্ষায় রইলাম।

(সুবর্ণা/আলিম)


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040