Web bengali.cri.cn   
গন্তব্য: 'রেশম পথ'
  2013-06-26 16:33:22  cri

 





গেল সপ্তাহে আমরা আপনাদের নিয়ে চীনের ঐতিহাসিক সাংস্কৃতিক শহর সি'আনে বেড়াতে গিয়েছিলাম। সি'আন থেকে রওয়ানা হয়ে পশ্চিম দিকের ছিংহাই হ্রদ অতিক্রম করে সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলে পৌঁছানো হয়। প্রাচীনকালের সিহান রাজবংশের কূটনীতিবিদ চাং ছিয়ান রাজার নির্দেশে সি'আনের পশ্চিমে সফর করেছিলেন। তখন থেকেই ধীরে ধীরে তৈরি করা হয় 'রেশম পথ'। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা আপনাদের নিয়ে চীন ও বিদেশের ব্যবসায়ীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই 'রেশম পথ' দেখতে যাবো।

আলিম. 'রেশম পথ' বা 'সিল্ক রোড' হচ্ছে প্রাচীনকালে চীনের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র সি'আনকে এশিয়া, আফ্রিকা ও ইউরোপের সঙ্গে সংযুক্তকারী একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য-পথ। এটি সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল অতিক্রম করে মরুভূমি ও পামির মালভূমির মধ্য দিয়ে মধ্য-এশিয়া, পশ্চিম এশিয়া এবং উত্তর আফ্রিকা অতিক্রম করে অবশেষে আফ্রিকা ও ইউরোপ পৌঁছেছে। এটি প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে অর্থনীতি, রাজনীতি ও সংস্কৃতির আদান-প্রদানের গুরুত্বপূর্ণ পথ। প্রাচীনকালে এ-পথ প্রধানত চীনে উত্পাদিত রেশম পরিবহন করার জন্য নির্মিত হয়েছিল বলে এর নাম হয়ে যায় 'রেশম পথ'। জার্মান ভূগোলবিদ ফার্দিনান্দ রিখতোফেন ঊনবিংশ শতাব্দীর সত্তুরের দশকে 'রেশম পথ' নামের একটি বই রচনা করেন এবং পথটিকে প্রথমবারের মতো এ-নাম দেন। পরবর্তী কালে এ-নামেই বাণিজ্যপথটি বিশ্বখ্যাত হয়।

সুবর্ণা. বন্ধুরা, আমরা 'রেশম পথ' সম্পর্কে আরো তথ্য জানবো। তবে, তার আগে চলুন একটা গান শোনা যাক। গানের নাম 'সি'আনের ভালোবাসার গল্প'। গানের কথাগুলো বাংলা করলে মোটামুটি এমন দাঁড়াবে: 'আমি তোমাকে হারিয়েছি/ তুমি আমাকে এবং এ-শহর ত্যাগ করে চলে গেছো/ বৃষ্টিতে আমি সিতাচিয়ে রাস্তার সবচে বিস্তীর্ণ এলাকায় দাঁড়িয়ে বৃষ্টি পড়ার শব্দ ও ঘন্টার আওয়াজ শুনি/ আমি চীত্কার করে কাঁদি/ কারণ, আমি তোমাকে হারিয়েছি/ আমি একাই এ-শহরে থাকি/ আশা করছি গ্রীষ্মকাল তাড়াতাড়ি শেষ হবে/ আমার স্মৃতি বাতাসের সাথে চলে যাবে এই অপরিবর্তিত শহর থেকে...

আলিম. বিচ্ছেদের গান শোনা সবসময়ই কষ্টকর; তারপরও মানুষ বিচ্ছেদের গান শোনে। কেন শোনে? আমি কিন্তু অনেক ভেবেও এ-প্রশ্নের উত্তর পাইনি। সুবর্ণা, আপনি কি আমাকে এর কারণ বলতে পারেন?.....বন্ধুরা, চলুন আমরা আবার রেশম পথ আবিস্কারের নেশায় মেতে উঠি। রেশম পথ প্রাচীনকালে চীনের সাথে এশিয়া ও ইউরোপের বাণিজ্যিক পথ হিসেবেই শুধুমাত্র ভূমিকা রেখেছিল তা কিন্তু নয়; এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশের সাথে চীনের বন্ধুত্বপূর্ণ আদান-প্রদানের জন্যও এটি সহায়ক ভূমিকা পালন করেছিল।

সি'আন রাজবংশ আমলে চাং ছিয়ান প্রথমবারের মতো রেশম পথ তৈরি করার পর এই রুট রোমান সাম্রাজ্য পর্যন্ত পৌঁছায়। তারপর রোমান সাম্রাজ্যের কূটনীতিবিদ ও ব্যবসায়ীরা এ-পথ ধরেই চীন সফরে আসেন। এভাবেই প্রাচীনকালে প্রথমবারের মতো ইউরোপ ও চীনের মধ্যে আদান-প্রদান সম্পন্ন হয়। এ ছাড়া, থাং রাজবংশ আমলের পরিব্রাজক হিউয়েন সাং এই রেশম পথের মাধ্যমেই দক্ষিণ এশিয়ায় পৌঁছান এবং ফেরার সময় বৌদ্ধধর্মের ধর্মগ্রন্থ চীনে নিয়ে আসেন।

সুবর্ণা. চীনে উত্পাদিত রেশমের পণ্যদ্রব্য দক্ষিণ ও মধ্য এশিয়া এবং ইউরোপের রাজা-বাদশা ও ধনী লোকদের মধ্য অতি জনপ্রিয় হওয়ার কারণে, প্রাচীনকালের গ্রীস ও রোম সাম্রাজ্যের লোকেরা চীন সেরিস রাষ্ট্র এবং চীনাদেরকে সেরিসী বলে ডাকতো। 'সিল্ক' অর্থ রেশম। রেশম পথের মাধ্যমে প্রাচীনকালে চীন, ভারত ও গ্রিস—এই তিনটি প্রধান সভ্যতার মধ্যে মেলামেশা হয়েছে, আদান-প্রদান হয়েছে সংস্কৃতি। বিশ্বের ইতিহাসে এর গুরুত্বপূর্ণ তাত্পর্য রয়েছে। সি'আন থেকে রওয়ানা হয়ে পশ্চিম দিকে গেলে পাওয়া যাবে শ্যানসি প্রদেশের আরেকটি গুরুত্বপূর্ণ শহর। শহরের নাম বাওজি। প্রাচীনকালে শহরের আরেকটি নাম ছিল 'ছেনছাং'। থাং রাজবংশ আমল থেকে শহরটিকে 'বাওজি' বলে ডাকা শুরু হয়। এ-শহর থেকে দুটি পথ বাইরের দিকে চলে গেছে। একটি পথ হচ্ছে ছেংতুতে যাওয়ার 'চা অশ্ব পথ', আরেকটি হচ্ছে কুয়ানলোংতে যাওয়ার 'রেশম পথ'।

আলিম. আচ্ছা, বন্ধুরা, রেশম পথ সম্পর্কে কিছু তথ্য জানার পর আবার গানের পালা। গানের নাম 'দূরে কোথাও'। গানের শিল্পী চীনের বিখ্যাত গায়ক ও লেখক ওয়াং লুও বিন। তিনি অনেক প্রেমের গান রচনা করেছেন। চলুন একসঙ্গে গানটি শুনি।


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040