Web bengali.cri.cn   
'পেইচিং উদ্যানমেলা': চলুন বেড়িয়ে আসি
  2013-05-22 14:10:52  cri
১৮ মে পেইচিংয়ের নবম উদ্যানমেলা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এ-মেলা চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। পেইচিং ছাড়া চীনের অনেক শহরেই এ উদ্যানমেলা আয়োজন করা হয়েছে। আমরা এ উদ্যানমেলা পরিদর্শন করেছি। আজকের অনুষ্ঠানে আমরা আপনাদের নিয়ে পেইচিং উদ্যানমেলায় বেড়াতে যাবো এবং চীনের অন্যান্য শহরের উদ্যানমেলার কিছু তথ্যও জানাবো।

আলিম. এবার পেইচিং উদ্যানমেলা যেখানে আয়োজন করা হয়েছে, সে-স্থানটি চীন আন্তর্জাতিক বেতারের অফিসভবন থেকে খুব একটা দূরে নয়। আমাদের বেতার থেকে সেখানে পৌঁছাতে মাত্র আধা ঘন্টা লাগে। মেলাস্থল ইয়োংতিং নদীর তীরে অবস্থিত। মেলাস্থলের পূর্ব দিকে ইয়োংতি নদী; পশ্চিমে ইংশান পার্ক। আরো সহজ করে বললে, রাজধানী পেইচিংয়ের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত এই মেলাস্থান।

পেইচিং উদ্যানমেলায় দুটি জাদুঘর, তিনটি বিজ্ঞান ও প্রযুক্তি উদ্যান এবং পাঁচটি প্রদর্শনীউদ্যান অন্তর্ভুক্ত করা হয়েছে। এ উদ্যানমেলার মাধ্যমে তুলে ধরা হয়েছে বৈজ্ঞানিক পদ্ধতিতে গড়ে ওঠা চীনের প্রথম উদ্যানজাদুঘর। এর মাধ্যমে প্রচার করা হচ্ছে সবুজ প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের আহ্বান এবং জ্বালানি সাশ্রয়, পানি পরিশোধণ, সৌরশক্তি, বায়ুশক্তি ইত্যাদি সম্পর্কে নানা তথ্য ও তত্ত্ব।

সুবর্ণা. আচ্ছা, তাহলে এ উদ্যানমেলার বিভিন্ন দিকের পরিচয় আরো বিস্তারিতভাবে দেয়ার আগে আমরা এ অনুষ্ঠান সম্পর্কিত একটি সুন্দর গান শুনবো।

আলিম. আচ্ছা, সুন্দর গান শোনার পর এখন পেইচিং উদ্যানমেলার আরও কিছু তথ্য জানাই। উদ্যানমেলার আয়োজন স্থানটি প্রাচীন পেইচিংয়ের বিখ্যাত দর্শনীয় স্থান লুকৌসিয়াওইউয়ে'র কাছে অবস্থিত। 'লুকৌ' একটি সেতুর নাম। আর চীনা ভাষায় 'সিয়াওইউয়ুর' অর্থ 'চাঁদ'। প্রাচীনকালের মানুষ লুকৌ সেতুতে দাঁড়িয়ে চাঁদের আলো উপভোগ করতে খুবই পছন্দ করতেন। লুকৌ সেতুর নিচে বয়ে যাওয়া ইয়োংতিং নদীটি গত ৩০ বছরে শুকিয়ে গিয়েছিল। তবে, পেইচিং উদ্যানমেলা উপলক্ষ্যে পেইচিং জলসেচ পরিকল্পনা গবেষণাগারের প্রকৌশলিরা ব্যবহৃত পানির পুনব্যবহারের কৌশল কাজে লাগিয়ে নদীটির বুকে আবারো প্রাণের সঞ্চার করেছেন। এখন নদীতে পানি আছে।

সুবর্ণা. পুনব্যবহৃত পানি আর বৃষ্টি হল এই নদীর পানির প্রধান উত্স। এ পানির গুণগতমানও ভালো। পেইচিং জলসেচ পরিকল্পনা গবেষণাগার কৃত্রিম জলাভূমি পরিস্কার পদ্ধতি আবিষ্কার করেছে। সেই পদ্ধতি প্রয়োগ করেই পেইচিং উদ্যানমেলার হ্রদের পানির গুণগতমান উন্নত করা হয়েছে। বিজ্ঞানসম্মত পদ্ধতিতে এবং জলাভূমি পরিস্কার করার পর পানির মধ্যে রাসায়নিক উপাদান অনেক কমে গেছে এবং পানির গুণগতমানও উন্নত হয়েছে। এখন ওপর থেকে পাঁচটি হ্রদ নিয়ে গঠিত ইয়োংতিং নদী দেখতে দারুণ লাগে।

আলিম. জানা গেছে, পেইচিং উদ্যানমেলার প্রদর্শনীস্থলের মূল এলাকার মোট আয়তন প্রায় ৫০ হাজার বর্গমিটার। মেলা চলাকালে এখানেই বিভিন্ন ফোরাম, আলোচনা সভা, প্রযুক্তি ও আর্থ-বাণিজ্যিক আদান-প্রদান বিষয়ক অনুষ্ঠান এবং বৈশিষ্ট্যময় সাংস্কৃতিক প্রদর্শনী আয়োজিত হবে।

সুবর্ণা. আচ্ছা, আলিম ভাই, পেইচিং উদ্যানমেলার উদ্বোধনী অনুষ্ঠান আপনার কেমন লাগলো?

আলিম. আচ্ছা, এখন আবারো গানের পালা। গানের নাম 'উদ্যানমেলার হাসি-আনন্দ'।


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040