Web bengali.cri.cn   
চীনা মাটিশিল্পের কেন্দ্র—চিয়াংসি প্রদেশের চিংতেচেন জেলা
  2013-05-08 13:35:18  cri

আলিম. বর্তমানে 'সানবাও আন্তর্জাতিক চীনা মাটি গ্রামে' দেশ-বিদেশের অনেক পেশাদার শিল্পী বাস করেন। তারা চীনা মাটি দিয়ে বিভিন্ন ধরণের শিল্পকর্ম সৃষ্টি করেন এবং স্থানীয় গ্রামবাসীদের মতো জীবন কাটান। তাদের মধ্যে একজন হলেন দক্ষিণ কোরিয়ার মেয়ে,তার নাম লি লিং মে। তিনি এখানে বাস করছেন গত ১০ বছর ধরে। তিনি চিংতেচেনকে দ্বিতীয় জন্মস্থান হিসেবে আখ্যায়িত করেন। এ-জেলা তার জন্য শুধু একটি পর্যটনস্থান নয়, বরং তার শিল্পকর্ম সৃষ্টির স্থান। তিনি এখানকার জীবন বেশ পছন্দ করেন।

সুবর্ণা. আচ্ছা, সময় দ্রুত চলে যায়, আজকের চিংতেচেনের ভ্রমণও তাড়াতাড়ি শেষ করতে হবে। তবে শেষ করার আগে আমরা এ-সপ্তাহের ক্যুইজ প্রতিযোগিতার প্রশ্নটি করি। প্রশ্নটি হচ্ছে: মিং রাজবংশের কোন কর্মকর্তা প্রথমবারের মতো চীনা মাটির হস্তশিল্পকর্ম বিদেশে নিয়ে গিয়েছিলেন?

আলিম. প্রশ্নটি আবার বলি: মিং রাজবংশের কোন কর্মকর্তা প্রথমবারের মতো চীনা মাটির হস্তশিল্পকর্ম বিদেশে নিয়ে গিয়েছিলেন? উত্তর পাঠিয়ে দিন আমাদের ই-মেইল ঠিকানায়।

সুবর্ণা. এ সুন্দর গানের মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করতে হবে। আমরা আপনাদের চিঠির অপেক্ষায় রইলাম।

আলিম. আমাদের যোগাযোগ ঠিকানা ben@cri.com.cn

সুবর্ণা. সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আগামী সপ্তাহে আবার কথা হবে। যাইচিয়ান। (সুবর্ণা/আলিম)


1 2 3
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040