|
||||||||||||||||||||||||||||
প্রিয় শ্রোতা, আপনারা চলচ্চিত্রের যে অংশ শুনছেন এখানে এই দৃশ্য দেখানো হয়।
ছবিটি দেখে একথা বলা যায়, অধিকাংশ প্রেমের চলচ্চিত্রের লক্ষ্য হলো 'প্রেমের সৌন্দর্য'কে নির্মল, স্বর্গীয় করে তুলে ধরা। যদিও বাস্তব জীবনের 'ভালোবাসা' সব সময়ে তেমন সুন্দর না ও হতে পারে। প্রেমোময় উত্চ্ছলতা, কত চিরন্তন আশা-উদ্দীপনা অবশেষে হিম হয়ে যায়। বিদায় কখনো সুন্দর হয়ে ওঠে না তাই। চলচিত্রটিতে ভালোবাসা যেমন আশা আর উত্সাহব্যঞ্জক, তেমনি নিষ্ঠুর আর ভয়ানক। এই চলচিত্রের একমাত্র দূর্ভাগা চরিত্র প্রেমিক ইয়োং সু। উচ্ছৃঙ্খল জীবনে স্বর্গীয়-নির্মল প্রেম যখন আসে তখন তার মর্ম বুঝতে পারেনি। যখন বুঝলো তখন সে প্রেম মৃত্যুর অপর পাড়ে না-ফেরার দেশে চলে যায়। জীবনে এরচেয়ে বড় ট্রাজেডি আর কি হতে পারে। শ্রোতাবন্ধুরা, নিজের দিকে তাকান, দেখুন আপনার জীবনের নির্মল-আনন্দের ভালবাসাকে অবহেলা করছেন না তো? শুদ্ধ প্রেম সহজে আসে না, যখন আসে তখন তাকে পরম যত্নে আগলে রাখুন। তা না হলে স্বর্গীয় প্রেম প্রশান্তির দেশে চলে যাবে নিরবে, নিভৃতে। আর আপনার জন্য থাকবে কেবলই অনুতাপ।
প্রিয় শ্রোতা, আজকের 'আলো-ছায়া' অনুষ্ঠানের প্রথম পর্ব এ-পর্যন্তই। অনুষ্ঠান প্রসঙ্গে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের জানাবেন। অনুষ্ঠান শোনার পর আপনাদের মনে কোন অনুভূতি সৃষ্টি হলে, তা আমাদের জানাতে পারেন। আমার ই-মেইল ঠিকানা:---আমাদের বিভাগের ই-মেইল ঠিকানা:--। দয়া করে উল্লেখিত দু'টি ঠিকানায় আপনার ইমেইল পাঠাবেন। আপনাদের সুচিন্তিত মতামত আমাদের আগামী অনুষ্ঠানকে আরো সমৃদ্ধ করে তুলবে। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এখন শুনুন আমার সহকর্মী –র পরিবেশিত আলো-ছায়া অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। (লিলি/লিপন)


| © China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |