|
||||||||||||||||||||||||||||
প্রিয় শ্রোতা, আপনার চলচ্চিত্রের যে অংশ শুনছেন এখানে ইয়োং সু'র গ্রামাঞ্চলে চলে যাওয়ার দৃশ্য দেখানো হয়।
'আশার বাড়িতে' ইয়োং সু দেখা হলো ইন সি'র সাথে। ইন সি ঐ 'আশার বাড়ি' নামের স্বাস্থ্যনিবাসে ইতোমধ্যেই আট বছর কাটিয়েছেন। অনেক বছর আগে তিনি ভয়াবহ ফুসফুসের রোগে আক্রান্ত হন। কিন্তু জীবনের প্রতি তিনি প্রচন্ড আশাবাদী। তাই সর্বক্ষণ 'আশার বাড়ির' নানা রকম কাজ-কর্মের মধ্যে ডুবে থাকেন। কখনোই নিজের অসুস্থতা নিয়ে উদ্বিগ্ন হতেন না বরং তিনি এতটাই প্রানবন্ত হয়ে উঠলেন যে প্রেমে পড়তে উদগ্রীব হয়ে ওঠে। আর এরই মধ্যে ইয়োং সু'র সাথে যোগাযোগের এক পর্যায় তাকে পছন্দ করতে শুরু করে।
প্রিয় শ্রোতা, আপনারা এখন চলচ্চিত্রের যে অংশ শুনছেন এখানে 'আশার বাড়িতে' থাকার সময় দেখানো হয়।


| © China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |