Web bengali.cri.cn   
চিলিন প্রদেশের লাফা পাহাড়
  2012-12-19 10:08:26  cri

প্রকাশ. আগেই বলেছি, লাফা পাহাড়ের দৃশ্যাবলী দারুণ সুন্দর, তবে একটু বিপজ্জনক। অনেক পর্যটক এখানে এসে ভয় পান এবং পাহাড়টিতে আরোহণ করতে চান না। আচ্ছা, নিরাপদে এ-পাহাড়ের দৃশ্যাবলী উপভোগ করার কোনো ব্যবস্থা আছে কি?

সুবর্ণা. ছোট বাচ্চা বা বয়স্ক পর্যটকদের ভ্রমণের সুবিধার জন্য স্থানীয় অঞ্চলের পর্যটন বিভাগ পাহাড়ের দক্ষিণ ঢালে বিশেষ রাস্তা নির্মাণ করেছে এবং পর্যটকরা এ-রুট ব্যবহার করে পাহাড়ের প্রধান দর্শনীয় স্থান পরিদর্শন করতে পারেন। তো, মজার ব্যাপার হচ্ছে, যে-কোনো দিক থেকে আপনি তাকান না কেন, পাহাড়ের আকার একই রকম মনে হবে আপনার কাছে। আমরা আগেই উল্লেখ করেছি, লাফা পাহাড়ে মোট ৮১টি পর্বত ও ৭২টি গুহা রয়েছে। এখানে বেড়াতে আসলে অবশ্যই বিভিন্ন গুহা পরিদর্শন করতে হবে। সাধারণত এক পাহাড়ের মধ্যে এত বেশি গুহা খুব কম ক্ষেত্রেই দেখা যায়। গুহার ভেতরে নানা আকারের পাথরও পর্যটকদের মনোযোগ আকর্ষণ করে।

প্রকাশ. লাফা পাহাড়ে অসংখ্য গুহা আছে। কোনটি আগে দেখা উচিত?

সুবর্ণা. প্রথমেই ছুয়ানসিন গুহায় যাওয়া যেতে পারে। স্থানীয়দের চোখে এ-গুহা সবচে সুন্দর। গুহাটি লাফা পাহাড়ের দ্বিতীয় পর্বতে অবস্থিত। এর উত্তর-পশ্চিম দিকে তিনটি প্রবেশ এলাকা আছে; বিভিন্ন প্রবেশ এলাকার আছে নিজস্ব বৈশিষ্ট্য। পূর্ব দিকের প্রবেশ এলাকা থেকে সুর্যোদয় উপভোগ করা যায়; পশ্চিম দিকের প্রবেশে এলাকা থেকে সুর্যাস্ত দেখা যায়; এবং উত্তর দিকের প্রবেশ এলাকায় হাতের নাগালের মধ্যে মেঘ দেখা যায়। এই ৩টি প্রবেশ এলাকার আকারও প্রায় একই। এর উচ্চতা ১০ মিটার, বিস্তার ১৩ মিটার। তবে, গুহার ভেতরের বিস্তার তুলনামূলকভাবে বেশি। জানা গেছে, গুহাটির ভেতরের দৈর্ঘ্য ৬০ মিটার, বিস্তার ১৫ মিটার এবং উচ্চতা ১৩ মিটার; একসঙ্গে হাজার লোক এখানে থাকতে পারে।

প্রকাশ. সাধারণত পর্যটকরা গুহার তিনটি প্রবেশ এলাকায় বৃষ্টি, বাতাস ও তুষারসহ তিনটি দৃশ্য উপভোগ করতে পারেন। ভিন্ন ভিন্ন অবস্থানে দাঁড়িয়ে তারা ভিন্ন ভিন্ন প্রাকৃতিক দৃশ্য দেখতে পারেন। এটিও গুহার আরেকটি মজার দিক। গুহার বাইরে কুয়াশা বা বৃষ্টি পড়লেও, ভেতরে কিন্তু ঠাণ্ডা লাগে না। এর কারণ কেউ বলতে পারে না। বন্ধুরা, যদি লাফা পাহাড়ের গুহায় বেড়াতে আসেন, ছুয়ানসিন গুহায় আসতে ভুলবেন না যেন।

সুবর্ণা. ছুয়ানসিন গুহার আশ্চর্য্য প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার পর এবার আবারো গানের পালা। গানের নাম 'ফসলের সুর'।

প্রকাশ. বন্ধুরা, আমাদের হাতে আর সময় নেই। অনুষ্ঠানের সময় দ্রুত ফুড়িয়ে আসছে। এখানে একটি ঘোষণা দিতে চাই। আগামী সপ্তাহে আমাদের অনুষ্ঠানের নভেম্বর ও ডিসেম্বর মাসের কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের নামের তালিকা জানিয়ে দেয়া হবে। অনুষ্ঠান দুটি শুনতে ভুলবেন না।

সুবর্ণা. হ্যাঁ, যদি আপনারা আমাদের বিজয়ী শ্রোতা হতে চান, তবে আমাদের কুইজ প্রতিযোগিতায় অংশ নিন। আমাদের লিখুন এই ঠিকানায়: ben@cri.com.cn.

প্রকাশ. এখন আমি এ-সপ্তাহের কুইজ প্রতিযোগিতার প্রশ্ন করছি। প্রশ্নটি হচ্ছে: চিলিন প্রদেশের লাফা পাহাড়ে গুহার সংখ্যা মোট কয়টি?

সুবর্ণা. প্রশ্নটি আবার বলি: চিলিন প্রদেশের লাফা পাহাড়ে গুহার সংখ্যা মোট কয়টি? উত্তর যটপট পাঠিয়ে দিন আমাদের ই-মেইল ঠিকানায়। অনুষ্ঠান শেষ করবো। তবে যাবার আগে আরেকটি গান শোনাতে চাই আপনাদের।

প্রকাশ. গানের নাম 'সোংহুয়া নদী'। চিলিন প্রদেশের বৃহত্তম নদীর অন্যতম সোংহুয়া নদী। গানটিতে নদীর সৌন্দর্যের বর্ণনা দেয়া হয়েছে। (সুবর্ণা/আলিম)


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040