Web bengali.cri.cn   
চিলিন প্রদেশের লাফা পাহাড়
  2012-12-19 10:08:26  cri
আজকের অনুষ্ঠানে আমরা উত্তরপূর্ব চীনের চিলিন প্রদেশের একটি সুন্দর ও বিখ্যাত পাহাড়—লাফা পাহাড়ে আপাদের নিয়ে বেড়াতে যাবো। লাফা পাহাড়ে কেন? শুনেছি, এখানকার প্রাকৃতিক দৃশ্য দারুণ সুন্দর। পাহাড়টি খুবই উঁচু; সেখানে যাওয়ার পথও বিপদজনক। কিন্তু তাতে কী? চলুন একসঙ্গে বেড়িয়ে আসি লাফা পাহাড় থেকে।

প্রকাশ. যতোদূর জানি, চিলিন প্রদেশে অনেক পাহাড় আছে; পেইশান পাহাড়, ছাংবাই পাহাড় এবং চিআন নৃত্যশিল্পী পাহাড়। তো, অন্য পাহাড়ে না-গিয়ে আমরা কেন এ-পাহাড়ে যাবো? এর আলাদা বৈশিষ্ট্য কী?

সুবর্ণা. লাফা পাহাড়ে নানা ধরনের আশ্চর্য্য সুন্দর পাথর দেখা যায়। এ-পাহাড় চিলিন প্রদেশের চিয়াওহো শহরের উত্তর দিকে ১৫ কিলোমিটার দূরে অবস্থিত; চিয়াওহো শহর থেকে এ-পাহাড় দেখা যায়। চিয়াওহো শহরের লাফা জেলায় পাহাড়টির অবস্থান বলে একে 'লাফা পাহাড়' বলে ডাকা হয়। পাহাড়টির উচ্চতা ৮৮০ মিটার। উচ্চতা খুব বেশি না-হলেও, এতে চড়া খুবই কঠিন। দূর থেকে পাহাড়টিকে পিরামিডের মতো মনে হয়। পাহাড়ের অধিকাংশই গঠিত কঠিন গ্রানাইড দিয়ে। অসংখ্য পাথর জমে জমে এখানে গড়ে উঠেছে বহু ছোটবড় গুহা ও পাহাড়। কথিত আছে, লাফা পাহাড়ে ৭২টি গুহা ও ৮১টি ছোট পাহাড় রয়েছে। ১৯৯৫ সালে লাফা পাহাড় জাতীয় বন পার্কে পরিণত হয়েছে। বহু বছর ধরে এটি চিলিন প্রদেশের বিখ্যাত পর্যটন স্থান হিসেবে চিহ্নিত।

প্রকাশ. প্রিয় বন্ধুরা, লাফা পাহাড়ের সুন্দর দৃশ্যের সাথে আপনাদেরতো অবশ্যই পরিচয় করিয়ে দেব। তবে তার আগে একটি গান শুনে নেয়া যাক। গানের নাম 'চিলিন আমার জন্মস্থান'। গানের কথাগুলো মোটামুটি এমন: 'চিলিন আমার জন্মস্থান/এখানকার দৃশ্য দারুণ সুন্দর/শহরের মধ্যে সংহুয়া নদী বয়ে চলেছে/চারপাশে সবুজ বন /ছাংপাই পাহাড় ও বনের সুন্দর ফুল আমার মনে গভীর প্রভাব ফেলে...

সুবর্ণা. গান শোনা হলো। এবার লাফা পাহাড়ের সুন্দর দৃশ্যের সাথে পরিচয় করিয়ে দেয়ার পালা। লাফা পাহাড়ের দৃশ্য চীনের ঐতিহ্যবাহী চিত্রকলার মতোই সুন্দর। পাহাড়ের আশেপাশে কোনো বড় স্থাপত্য নেই; তাই এর চূড়ায় আরোহণ করার পর চারদিকে বহুদূর পর্যন্ত প্রাকৃতিক দৃশ্য অবলোকন করা যায়। পাহাড়ে বসন্তকালে বিভিন্ন গাছের ছোট ছোট পাতা দেখতে সুন্দর লাগে; মে মাসে ফোটে নানা রঙয়ের ফুল। তখন পাহাড়ের দৃশ্য হয় অসাধারণ। শরত্কালে সোনালী, লাল ও সবুজ রঙয়ের পাতার গাছে পাহাড়ের সৌন্দর্য আরো বেড়ে যায়। শীতকালে ঠাণ্ডা আবহাওয়ার কারণে গোটা পাহাড়া তুষারে ঢাকা পড়ে। তখন এখানে লোকজন আসে স্কি খেলার জন্য। পাহাড়ের চূড়া থেকে স্কি করে নীচের দিকে নেমে আসার অনুভূতি অসাধারণ; মনে হয় যেন আকাশে উড়ছি।

প্রকাশ. চার ঋতুতে লাফা পাহাড়ের দৃশ্য চার রকমের। এখানকার পরিবেশ শান্ত ও রহস্যময়। লাফা পাহাড়ের আরেকটি বৈশিষ্ট্য হল: পাহাড়ের পর্বতচূড়াগুলোকে দূর থেকে দেখলে পশুপাখি বা উদ্ভেদর আকৃতির মনে হয়। যেমন-- কিছু পাহাড় ভালুকের মতো; কিছু পাইন গাছের মতো। তা ছাড়া, এ-পাহাড়ের আরেকটি বৈশিষ্ট্য হল এটি খুবই বিপজ্জনক। এ-পাহাড় খুব উঁচু নয়; কিন্তু এর সংকীর্ণতম স্থানটির প্রস্থ মাত্র ০.৩ মিটার। যদি আপনারা এ-পাহাড়ে আরোহণ করেন, তাহলে সংকীর্ণতর স্থানগুলোতে দাঁড়াবেন এবং তখন ঠিক ভয় অনুভব করবেন। অনেকে পাহাড়ের অর্ধেকটা আরোহণ করার পর, আর উপরে যেতে চান না। চীনের শ্যানসি প্রদেশের হুয়াশান পাহাড় সবচেয়ে বিপজ্জনক পাহাড় হিসেবে চিহ্নিত। লাফা পাহাড়ের অবস্থা যদিও এতোটা বিপজ্জনক নয়, তবু তা পর্যটকদের মনে ভয় ধরিয়ে দেয়ার জন্য যথেষ্ট।

সুবর্ণা. বন্ধুরা, এখন আবারো গান শোনার পালা। গানের নাম 'নোডোর নদীর পাশে'। চিলিন প্রদেশের সুন্দর দৃশ্য বর্ণনা করা হয়েছে গানটি। চলুন শোনা যাক।


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040