Web bengali.cri.cn   
সিন চিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের উরুমুচি শহরের পুরনো রাস্তা—এরতাওছিয়াও
  2012-11-21 09:53:18  cri

সুবর্ণা. এরতাওছিয়াও শুধু একটি ব্যবসা এলাকা নয়, তা উরুমুচিতে চীনের উইগুর জাতি, হুই জাতি ও হাজাক জাতিসহ বিভিন্ন ইসলামিক ধর্মালম্বীদের বসবাসের এলাকাও বটে। গত শতাব্দীর ৯০ দশকেও এখানকার বসবাসের পরিবেশ খুবই খারাপ ছিল; বৃষ্টি হলেই রাস্তায় কাদা জমে যেত; বাসভবনগুলো ছিল খুবই ছোট এবং রাস্তা সংকীর্ণ। তবে ১৯৯৩ সালের মার্চ মাসে উরুমুচি পৌর কর্তৃপক্ষ ৫০ কোটি ইউয়ান বরাদ্দ দিয়ে এরতাওছিয়াও এলাকায় ব্যাপক উন্নয়ন ঘটায়। সংখ্যালঘু জাতির বৈশিষ্ট্য বজায় রাখার পাশাপাশি স্থানীয় অঞ্চলের রীতিনীতিও এসব উন্নয়ন কার্যক্রমে প্রতিফলিত হয়। কারণ উরুমুচি শহরের পৌর কর্তৃপক্ষ উরুমুচিকে একটি আন্তর্জাতিক ও আধুনিক ব্যবসা শহরে গড়ে তুলতে চায়। মধ্য-এশিয়া, পশ্চিম এশিয়া এবং কাছাকাছি দেশগুলোর শহরগুলোর মধ্যে উরুমুচি সবচেয়ে বড় এবং এখানে অনেক ব্যবসায়ী বসবাস করেন। সাধারণত বিদেশী ব্যবসায়ীরা উরুমুচি শহরের হোটেলে থাকেন। এসব ব্যবসায়ীর সংখ্যা প্রায় ২০ হাজার। এ-জন্যে উরুমুচি পৌর শহর নির্মাণের সময় প্রাচীনকালের বৈশিষ্ট্য বজায় রাখার পাশাপাশি সংখ্যালঘু জাতির বৈশিষ্ট্যও বজায় রাখা হয়েছে।

চিয়াং. এরতাওছিয়াও বাজারের ইতিহাস নিয়েতো অনেক কথা হলো্ এবার আরেকটি গান হলে কেমন হয়? গানের নাম 'সিনচিয়াং গোলাপ'। গানের শিল্পী বর্তমানে চীনে অতি জনপ্রিয় সংগীত দল 'ফিনিক্স লেজেন্ড'। গানের কথায় বলা হয়েছে: কালো রাতে মনে পড়ে/ তুমি কার সাথে প্রেম করছো/ ভালোবাসা একটি কঠিন ব্যাপার/আমার মন তার জন্য ভেঙ্গে গেছে/তুমি সিনচিয়াংয়ের গোলাপের মতো সুন্দর/ তুমি কি আমার জন্য কেঁদেছ?/ তোমার আগুনের মতো সুন্দর চেহারার মধ্যে তুষার গলে গেছে...

সুবর্ণা. নতুন করে নির্মাণকাজ সম্পন্ন করার সময় পুরনো এরতাওছিয়াও বাজারের উল্টো দিকে সিনচিয়াং আন্তর্জাতিক বাজারও প্রতিষ্ঠা করা হয়। এ-বাজারের মোট আয়তন ১ লাখ বর্গমিটার। এর ভেতরে ৮০ মিটার উঁচু পরিদর্শন টাওয়ার, একটি মসজিদ, ৮০০০ বর্গমিটারের থিয়েটার, ৩০০০টি দোকান, মুসলমানদের সুস্বাদু খাবারের ৩০০০ বর্গমিটারের চত্বর এবং ৩০০০ বর্গমিটারের বিনোদন চত্বর রয়েছে।

চিয়াং. ২০০৩ সালে এরতাওছিয়াও বাজার নির্মিত হওয়ার পর, প্রতিবছর উরুমুচিতে বেড়াতে আসা পর্যটকের সংখ্যা দ্রুত বাড়ছে। ৫০ লাখ থেকে বেড়ে তা এখন দাঁড়িয়েছে ১.২ কোটিতে। এখানে বিভিন্ন দেশের ব্যবসায়ীরা নানা ধরনের ব্যবসা করে অনেক অর্থ উপার্জন করেছেন।

সুবর্ণা.বর্তমানে সিনচিয়াং আন্তর্জাতিক বাজার এরতাওছিয়াও এলাকার প্রতীক। মধ্য ও পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী হস্তশিল্পকর্ম, প্রয়োজনীয় পণ্যদ্রব্য, যেমন রুশ ঘোড়া বাতি, তুরস্কের গালিচা, মিশরের মাটি, পাকিস্তানের তামার পাত্র, মধ্য-এশিয়ার উপকরণ, চেকের ক্রিস্টাল, সিনচিয়াং উইগুর জাতির টুপি, জেড, কিশমিশ ইত্যাদি সবই পাওয়া যায়।

চিয়াং. প্রিয় বন্ধুরা, বাজারের তথ্য জানার পর এখন আরেকটি সুন্দর গানটি শোনাবো। গানের নাম 'তাবান শহরের মেয়ে'। গানের শিল্পী চীনের বিখ্যাত গায়ক 'লি শুয়াং চিয়াং'। গানের কথা এমন: তাবান শহর প্রাচীনকাল থেকে একটি সুন্দর জায়গা/ এখানকার গরু ও ছাগল অনেক শক্তিশালী/ এবং মেয়েও দারুণ সুন্দরী/ গ্রীষ্মকালে এখানকার তরমুজ খুবই মিষ্টি ...


1 2 3
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040