|
সুবর্ণা. এরতাওছিয়াও বিশাল জায়গা নয়; তবে এখানে বহু ইসলামিক স্টাইলের স্থাপত্য দেখা যায়। এরমধ্যে এরতাওছিয়াও বাজার, সিনচিয়াং মিনচিয়ে রাস্তা এবং সিনচিয়াং আন্তর্জাতিক বাজার—এই তিনটি বৈশিষ্ট্যময় দর্শনীয় স্থান রাশিয়া, পাকিস্তান ও কাজাকস্তানসহ বিভিন্ন দেশের পর্যটকদের আকর্ষণ করে। এরতাওছিয়াও বেড়াতে না-আসলে, আপনারা সিনচিয়াং অঞ্চলের উইগুর জাতির রীতিনীতি ভালভাবে উপলব্ধি করতে পারবেন না।
চিয়াং. এরতাওছিয়াওয়ের ইতিহাস নিয়ে কথা বলার আগে সিনচিয়াংয়ের একটি সুন্দর গান শুনলে কেমন হয়? গানের নাম 'সুন্দর কাপড়-পড়া সুন্দরী'। গানের গায়ক তাওলাং। গানের কথা মোটামুটি এমন, 'সুন্দর কাপড়-পড়া সুন্দরী কেন তোমার চেহারায় এত দুঃখভাব/সুর্যাস্তের আলো তাঁবুর ওপর পড়ে/ কেন তোমার চোখে অশ্রু?/ প্রেমিক দূর-দূরান্তে গেছে/ বন্য রাজহংসী একাই দূরে উড়ে যেতে পারে না/ছোট ছাগল তৃণভূমি ত্যাগ করে/তার চেহারায়ও সুখ দেখা যাবে না...
সুবর্ণা. সুন্দর গানটি শোনার পর এখন এরতাওছিয়াওয়ের ইতিহাস নিয়ে কিছু বলি। এ রাস্তা ১৯ শতাব্দীর শেষ দিকে এবং ২০ শতাব্দীর শুরুতে নির্মিত হয়েছে। এখানকার ব্যবসায়ীদের ইতিহাসও ১০০ বছরের। জানা গেছে, প্রাচীনকালে উরুমুচি শহরে থিয়ানছি রাস্তা ও নানমেনসিয়াং রাস্তার সংযোগ এলাকার ক্রোসে একটি কাঠের সেতু ছিল, যার নাম এরতাওছিয়াও। চীনা ভাষায় এর অর্থ 'দ্বিতীয় সেতু'। কারণ, তখন উরুমুচি শহরের রাস্তায় আরেকটি কাঠের সেতু ছিল। সেই সেতুর আকার এরতাওছিয়াও'র মতো; সে-সেতু এরতাওছিয়াওয়ের চেয়ে আরো পুরনো। তার নাম 'প্রথম সেতু'। প্রাচীনকালে চীনের ছিং রাজবংশের আমলে এরতাওছিয়াও ছিল উরুমুচির বিখ্যাত বাণিজ্য এলাকা। উত্তর ও পূর্ব সিনচিয়াংয়ের ব্যবসায়ী এবং পশ্চিম এশিয়া ও মধ্য এশিয়ার ব্যবসায়ীরা তাদের পণ্য এখানে এনে বিনিময়-বাণিজ্য করতো।
চিয়াং. নয়া চীন প্রতিষ্ঠার পর এখানকার কৃষিপণ্যের বাজার এবং থিয়েটার নির্মিত হয় এবং তা উরুমুচির বিখ্যাত সংখ্যালঘু জাতির ব্যবসা এলাকায় পরিণত হয়। এখানে নানা জাতির ব্যবসায়ী দেখা যায়। গত শতাব্দীর ৮০ দশকে ৬৭৫৬ বর্গমিটার এলাকাজুড়ে এরতাওছিয়াও বাজার নির্মিত হয়। বর্তমানে এটি সিনচিয়াংয়ের জাতীয় বৈশিষ্ট্যময় পণ্যদ্রব্যের বৃহত্তম পাইকারী বিক্রয় বাজারে পরিণত হয়েছে। এখানে ৬৬৬টিরও বেশি ব্যবসায়ীর দোকানে ১৬০০ ধরনেরও বেশি জাতীয় বৈশিষ্ট্যময় পণ্যদ্রব্য পাওয়া যায়। প্রতিদিন এখানে আসা-যাওয়া করেন এমন ব্যবসায়ী ও পর্যটকের সংখ্যা গড়ে ২০ হাজারেরও বেশি। সিনচিয়ান অঞ্চলের বৈশিষ্ট্যময় পণ্যদ্রব্য এখান থেকে বিশ্বের অন্যান্য অঞ্চলে রপ্তানিও করা হয়।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |