|
ক. চীনা ভাষায় 'ছিয়ানতাওহু'র অর্থ হল: 'হাজার দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত হ্রদ'। ছিয়ানতাওহু হ্রদ চেচিয়াং প্রদেশের ছুনআন জেলায় অবস্থিত। পৃথিবীতে আর কোনো হ্রদের এতো দ্বীপ আছে বলে আমাদের জানা নেই। এ-হ্রদের আরেক নাম 'সিনআনচিয়াং জলাধার'। এখানকার নদী ও হ্রদের পানি খুবই পরিস্কার। ভোরবেলা বা সন্ধ্যাবেলায় ঘন কুয়াশায় ঢাকা থাকে এই হ্রদ। তখন সেখানে এক স্বর্গীয় দৃশ্যের অবতারণা হয়। এখানকার আবহাওয়াও খুবই আরামদায়ক।
খ. ছিয়ানতাওহু কিন্ত একটি কৃত্রিম হ্রদ। আনহুই প্রদেশের সিনআনচিয়াং নদী ও তার শাখা এ হ্রদের পানির প্রধান উত্স। চীনে পরিবেশ সংরক্ষণব্যবস্থা চালু হবার পর, ছিয়ানতাওহু হ্রদের পানির গুণগত মান বেড়েছে। এখানে পাহাড়ের সংখ্যা বেশি, বনও নিবিড়। হ্রদ এলাকার মোট আয়তন প্রায় ৫৭৩ বর্গকিলোমিটার। হ্রদের পানির দৃশ্যমানতা ১২ মিটার। এ হ্রদে সবচে বেশি গভীর অংশটি ১২৬ মিটার। এর গড় গভীরতা ৩৪ মিটার। ছিয়ানতাওহু হ্রদে ১০৭৮টি দ্বীপ থাকার কারণে, ২০০৯ সালে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে এর নাম অন্তর্ভুক্ত হয়।
ক. ছিয়ানতাওহু হ্রদ সম্পর্কে আরো জানার আগে আমরা একটি সুন্দর গান শুনবো। গানের নাম 'ছিয়ানতাওহু হ্রদে গান গাওয়া'। গানের কথা মোটামুটি এমন: কে এক মালার agate এখানে রেখেছে/ কে সবুজ প্লেটের মধ্যে ছোট jade রেখেছে/ ছিয়ানতাওহু তোমার প্রাকৃতিক দৃশ্য দারুণ সুন্দর/ হাজারটি দ্বীপে হাজার রকম দৃশ্য দেখা যায়/ হাজারটি দ্বীপে হাজার রকম সুন্দর দেখা যায়/ আমিও একটি ছোট দ্বীপে পরিণত হতে চাই/ যাতে সবসময় এখানে থাকতে পারি...
খ. আগেই বলছি, ছিয়ানতাওহু হ্রদ চেচিয়াং প্রদেশের ছুনআন জেলায় অবস্থিত। ছুনআন জেলার ইতিহাস ১৮০০ বছরের পুরনো। প্রাচীনকাল থেকে এ-জেলার ভেতর দিয়ে ৩০টিরও বেশি নদী প্রভাহিত হচ্ছে। আনহুই প্রদেশ থেকে হাংচৌ শহরে যাওয়ার জন্য মূলত এ-জেলার নৌপথই ব্যবহার করা হয়। এ কারণে প্রাচীনকাল থেকে ছুনআন জেলায় ব্যবসায়ীর সংখ্যা অনেক বেশি এবং স্থানীয় অঞ্চলের লোকদের জীবনযাপনও খুবই সমৃদ্ধ। ১৯৫৯ সালে সিনআনচিয়াং জলবিদ্যুত্ কেন্দ্র নির্মাণ করার জন্য ছিয়ানতাওহু কৃত্রিম হ্রদ সৃষ্টি করা হয়।
ক. বসন্তকালে হ্রদের বিভিন্ন দ্বীপের নানা জায়গায় ফুল ফোটে। গ্রীষ্মকালে লোকজন নৌকায় চড়ে ঘুরে বেড়ায়। শরত্কালে গাছের পাতা লাল হয়ে যায়; নানা ধরনের ফলও তখন গাছে ধরে। শীতকালে পাহাড়ের উপর তুষার পড়ে; চারিদিক তখন শুধু সাদা আর সাদা। তখন ধুলাবালিমুক্ত পরিস্কার বাতাসে শ্বাস নেয়ার এবং শীতের সৌন্দর্য উপভোগ করার মজাই আলাদা। মনে বেশ রোমান্টিক ভাবের উদয় হয়।
ছিয়ানতাওহু হ্রদ এলাকায় ১৭০০ রকমেরও নানাধরনের উদ্ভিদ দেখা যায়। এখানকার চা, মাছ ও রেশমী কাপড় খুবই উন্নতমানের। ছিয়ানতাওহু হ্রদে পর্যটকদের বিনোদনের জন্য নানা ব্যবস্থা আছে; যেমন: রোইং, ক্যানোইং, জেলেদের রীতিনীতি প্রদর্শন ইত্যাদি।
খ. আচ্ছা, আমরা ছিয়ানতাওহু হ্রদ সম্পর্কে অনেক কথা বলেছি। এখন শ্রোতাবন্ধুদেরকে একটি গান শোনাবো। গানের নাম 'ছিয়ানতাওহু, আমার প্রেমিকা'। গানটিতে ছিয়ানতাওহু হ্রদের সুন্দর বর্ণনা আছে।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |