Web bengali.cri.cn   
ছিয়ান মেন হাঁটা পথ এলাকা
  2012-09-12 19:19:10  cri
 ক. ছিয়ান মেন হচ্ছে পেইচিংয়ের সবচেয়ে বিখ্যাত ব্যবসা এলাকার অন্যতম, তা পেইচিংয়ের কেন্দ্রীয় এলাকায় অবস্থিত, থিয়ান আন মেন চত্বর এর উত্তর দিকে । ছিয়ান মেনের আরেকটি নাম হল চেংইয়াংমেন, তা চিয়ান ভবন আর দুর্গ নিয়ে গঠিত। প্রাচীনকালে মিং রাজবংশে এ ব্যবসা এলাকা গড়ে ওঠে, উত্তর দিকে চেংইয়াংমেন ভবন থেকে দক্ষিণ দিকে থিয়ানছিয়াও রাস্তা পর্যন্ত। মিং ও ছিং রাজবংশের রাজারা টেম্পল অব হেভেন বা থিয়ান থান মন্দিরে বলিদান করার সময় অবশ্যই এ রাস্তা অতিক্রম করে যেতেন। ছিং রাজবংশে এ এলাকায় শিল্পকর্মের কারখানা, চা ভবন ও অপেরা থিয়াটার গঠন করা হয়, পরে পাশ্চাত্যের পণদ্রব্য যখন পেইচিংয়ে প্রবেশ করে তখন এ এলাকায় সকল বিদেশী পণ্যদ্রব্য পাওয়া যেত।

খ.১৯০০ সালের পর চিংফেন আর চিংহান রেলপথ চালু করার পর, চিয়ানমেন এলাকার কাছে পূর্ব ও পশ্চিম দুটি স্টেশন নির্মিত হয়েছিল,তখন এ এলাকার দৃশ্য অত্যন্ত সুন্দর হয়ে ওঠে । চেংইয়াংমেন চিয়ান ভবন ১৪৩৯ সালে নির্মিত হয়, এর স্থাপত্য স্টাইল ইট দিয়ে তৈরি দুর্গের মতো। চীনা ভাষায় ছিয়ানের অর্থ হল তীর , শত্রুদের আগ্রাসন প্রতিরোধ করার জন্য এ দুর্গ নির্মিত হয়। এটি চার তলা নিয়ে গঠিত,উচ্চতা ২৪ মিটার,বিস্তার ৪২ মিটার,পূর্ব, দক্ষিণ ও পশ্চিম দিকে মোট ৯৪টি ছোট জানালা স্থাপনা করা হয়, বাইরে শত্রু থাকলে এখান থেকে তীর ছোঁড়া যায়। এ দুর্গে দুটি স্তরের দরজা নির্মিত হয়, দরজা গোলাকার, তা দুর্গের মাঝখানে অবস্থিত। প্রাচীনকালে চিয়ান ভবন দু'বার অগ্নিকাণ্ডের কারণে বিধ্বস্ত হয়েছে,১৯০১ সালে চিয়ান ভবনের মেরামত কাজ পুনরায় শুরু হয় এবং ১৯০৬ সালে তা সম্পন্ন হয়। ১৯১৫ সালে ছিয়ান মেন এলাকার পথ ব্যবস্থা উন্নত করার জন্য চীন সরকার এ ভবনের আশেপাশের এলাকা পুনর্গঠন করেছে।

ক.আচ্ছা, ছিয়ানমেন এলাকা একটি বড় ব্যবসা এলাকার নাম, তা শুধু মাত্র একটি ভবন বা রাস্তা নয়,তাইনা? তাহলে ছিয়ান মেন সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য জানার পর আমরা শ্রোতাবন্ধুদের জন্য একটি সুন্দর গান প্রচার করবো, কেমন?

খ. গানের নাম ছিয়ান মেনের বড় কাপে চা। গানের শিল্পী চীনের বিখ্যাত গায়িকা লি কু ই। এ গানের কথায় বলা হয়েছে,আমার চাচা ছোট বেলায় ছিয়ানমেনের কাছে খেলা করেন, উচুঁ ছিয়ানমেন ভবন আমার বাসার কাছে, হাল্কা ঘাসের মধ্যে ক্রিকেট খেলোয়াড়দের কন্ঠ শোনা যায়, এ কন্ঠ চাচার ধূসর রঙয়ের ছোটবেলার সঙ্গে মিশে গেছে, বিংথাংহুলু খেলে বসন্ত উত্সবের আমেজ পাওয়া যায় ,কারণ এই একদিন শুধু ভাত, অল্প সবজি এবং বড় কাপের চা খাওয়া হয়। যদিও বিশ্বে নানা ধরনের পানীয় আছে, তবে চাচার মনে হয় সস্তা বড় কাপের চা সবচেয়ে সুস্বাদু…

ক. এ গানটিতে প্রাচীনকালে পুরনো পেইচিংয়ের জীবনযাপন বর্ণনা করা হয়েছে। তখন জীবনযাপনের মান বর্তমানের মতো সমৃদ্ধ ছির না। তবে দরিদ্র লোক যদিও ভালো খাবার খেতে পারতো না ,তবে তাদের জীবনযাপনও খুব শান্তিপূর্ণ ছিল।


1 2 3
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040