Web bengali.cri.cn   
নতুন সুযোগকে অভ্যর্থনা
  2012-06-20 20:37:39  cri

সার্কের শিল্প ও বাণিজ্য কমিশনের অনারারী চেয়ারম্যান তারিক সায়িদ ভাষণ দিচ্ছেন

১৯৯২ সালে প্রতিষ্ঠিত সার্কের শিল্প ও বাণিজ্য কমিশন বহু বছর ধরে দক্ষিণ এশিয়ার দেশগুলো এবং বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্যিক সহযোগিতা উন্নয়নের প্রচেষ্টা চালিয়ে আসছে। এ বারের সেমিনারে সার্কের শিল্প ও বাণিজ্য কমিশনের অনারারী চেয়ারম্যান তারিক সায়িদ বর্তমানে দক্ষিণ এশীয় দেশগুলোতে চীনের বিনিয়োগকারীদেরকে দেওয়া বিভিন্ন সুবিধাজনক নীতি ব্যাখ্যা করেন। তিনি বলেন, 'আজকে দক্ষিণ এশিয়াকে বিশ্বের শ্রেষ্ঠ বিনিয়োগের স্থান বলা যায়। কারণ আমাদের বিনিয়োগ নীতিতে সুযোগ-সুবিধা সবচেয়ে বেশি। চীনের বিনিয়োগকারীরা দক্ষিণ এশিয়ায় বিনিয়োগের সময় প্রতিষ্ঠানের শতভাগ মালিকানা নিজেদের কাছে রাখতে পারেন। অর্থাত্ তাঁদের স্থানীয় অংশীদার খোঁজার দরকার হয় না। তাঁরা স্বনিয়ন্ত্রিত শিল্পপ্রতিষ্ঠান অধিকার করতে পারেন। অনেক বড় বহুজাতিক কোম্পানি পাকিস্তানসহ অন্যান্য দক্ষিণ এশীয় দেশে বিনিয়োগ শুরু করেছে। কারণ এ সব দেশে বিনিয়োগ করলে লক্ষণীয় মুনাফা অর্জন করা যায়। আরেকটি প্রাধান্য হচ্ছে দক্ষিণ এশীয় দেশে বিনিয়োগ করে মুনাফা অর্জনের পর বিনিয়োগকারীরা অর্জিত মুনাফার পুরোটাই নিজ দেশে পাঠাতে পারেন। এর জন্য কোনো সরকারি অনুমোদন লাগে না। যদি শিল্পপ্রতিষ্ঠান পরিচালনার প্রক্রিয়ায় কোনো সমস্যা হয়, তাহলে বিনিয়োগকারী যে কোনো সময় অর্থ তুলে নিতে পারেন। কর ক্ষেত্রে দক্ষিণ এশীয় দেশগুলোর নীতি অনুযায়ী, বিদেশি বিনিয়োগকারীরা কমপক্ষে পাঁচ বছর শুল্কমুক্ত সুবিধা পায়। শুল্কমুক্ত সুবিধার মেয়াদ উত্তীর্ণ হলেও শুল্কের হার থাকে খুব কম। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে দক্ষিণ এশীয় দেশগুলো রাষ্ট্রের নামে বিনিয়োগকারীদের পরিসম্পদের জামিনদার হয়। এর ফলে তাদের পরিসম্পদ অকারণে হারায় না। দক্ষিণ এশীয় দেশগুলোতে আমদানি শুল্ক মাত্র ৫ শতাংশেরও কম।'

চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত মুন্সি ফায়েজ আহমেদ ভাষণ দিচ্ছেন

সেমিনারে চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত মুন্সি ফায়েজ আহমেদ সাম্প্রতিক বছরগুলোতে চীন ও বাংলাদেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা-পরিস্থিতি তুলে ধরেন। (ইয়ু / এসআর)


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040