|
তৃতীয় চীনের সিছুয়ান-দক্ষিণ এশিয়া সহযোগিতা সেমিনার শুরু
তৃতীয় চীনের সিছুয়ান-দক্ষিণ এশিয়া সহযোগিতা সেমিনার সম্প্রতি সিছুয়ান প্রদেশের রাজধানী ছেংতুতে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারের প্রতিপাদ্য ছিল 'শিল্পের স্থানান্তর আর বাণিজ্য ও বিনিয়োগ'। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, মালদ্বীপ, নেপাল, শ্রীলংকা ও আফগানিস্তান - চীনে এ সাতটি দেশের রাষ্ট্রদূত, কনসাল জেনারেল, বণিক সমিতির দায়িত্বশীল কর্মকর্তা, সিছুয়ান ও দক্ষিণ এশিয়ার বিখ্যাত শিল্পপতিসহ প্রায় ১৪০ জন প্রতিনিধি এবারের সেমিনারে অংশ নেন।
সিছুয়ান প্রাদেশিক সরকার, চীন আন্তর্জাতিক বাণিজ্য উন্নয়ন কমিটি এবং সার্কের শিল্প ও বাণিজ্য কমিশনের যৌথ উদ্যোগে এ সেমিনার আয়োজিত হয়। চীনের আন্তর্জাতিক বাণিজ্য উন্নয়ন কমিটির উপ-মহাসচিব ইয়ু সিয়াও তুং সেমিনারে বলেন, 'চীন আর দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা দীর্ঘকালের। দু'পক্ষের জ্বালানির গঠন, শিল্পের কাঠামো আর বাণিজ্য ক্ষেত্রে নিজেদের লক্ষণীয় বৈশিষ্ট্য আছে। ২০১১ সালে চীন আর দক্ষিণ এশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ১০০ বিলিয়ন মার্কিন ডলার, যা এর আগের বছরের তুলনায় ২০.৯ শতাংশ বেশি। দু'পক্ষের পারস্পরিক বিনিয়োগ নিরন্তরভাবে বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি দু'পক্ষ জ্বালানি, অর্থ ও অবকাঠামো নির্মাণসহ নানা ক্ষেত্রের সহযোগিতাও অগ্রগতি অর্জন করেছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে চীনা পর্যটকদের সংখ্যা বছরে বছরে বৃদ্ধি পেয়েছে। বলা যায়, চীন আর দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার উন্নয়ন-প্রবণতা দেখা দিয়েছে।'
চীনের আন্তর্জাতিক বাণিজ্য উন্নয়ন কমিটির উপ-মহাসচিব ইয়ু সিয়াও তুং ভাষণ দিচ্ছেন
ইয়ু সিয়াও তুং জানান, যদিও চীন আর দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতায় লক্ষণীয় সাফল্য অর্জিত হয়েছে, তা সত্ত্বেও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের সাথে চীনের বাণিজ্য ঘাটতি রয়েছে, দ্বিমুখী বিনিয়োগের আকার অপেক্ষাকৃত ছোট এবং আঞ্চলিক সহযোগিতার মাত্রা যথেষ্ঠ জোরালো নয়। এসব সমস্যাকে অবহেলা করা যায় না। চীন সরকার দক্ষিণ এশিয়ার সাথে বাণিজ্য সুবিধা বৃদ্ধি আর চীনে দক্ষিণ এশিয়ার পণ্য রপ্তানি বাড়ানোর জন্য বহু ব্যবস্থা নিয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশও ধাপে ধাপে বাণিজ্যের পরিবেশ উন্নত করেছে আর আইন ও বিধি-বিধান সুসম্পন্ন করে চীনের শিল্পপ্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ আকর্ষণ করছে। চীন আর দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ সক্রিয়ভাবে আঞ্চলিক সহযোগিতা ব্যবস্থায় অংশগ্রহণের মাধ্যমে দু'পক্ষের সহযোগিতা থেকে সর্বাধিক কল্যাণ অন্বেষণ করছে।
ইয়ু সিয়াও তুং বলেন, চীনের বাণিজ্য উন্নয়ন কমিটি দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের বণিক সমিতির সঙ্গে সেতুর ভূমিকা পালন করবে। পরিদর্শন, সফর, ফোরাম ও প্রদর্শনীসহ নানা অর্থনৈতিক ও বাণিজ্যিক পদ্ধতির মাধ্যমে অব্যাহতভাবে চীন ও দক্ষিণ এশিয়ার শিল্পপ্রতিষ্ঠানের জন্য বিনিময় ও সহযোগিতার প্লাটফর্ম স্থাপন করবে।
| ||||
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |