Web bengali.cri.cn   
বিশ্বমেলার কোকা কোলা ভবনের পরিবেশ বান্ধব উদ্ভাবনের ধারণা
  2010-08-05 19:56:31  cri

কোকা কোলা কোম্পানির উর্ধতন ব্যবস্থাপক থিয়েন ওয়েন হোং আমাদের সংবাদদাতাকে বলেছেন, এ পানীয় ব্যবহারের বোতল হচ্ছে উদ্ভিদ থেকে তৈরি পরিবেশ বান্ধব বোতল ও পুনঃব্যবহারযোগ্য বোতল, শুধু বিশ্বমেলায়ই তা দেখা যাবে। চীনের বাজারে এখনো তা দেখা যায় নি। তবে এ ধরণের পরিবেশ সম্মত বোতল জাপান , অষ্ট্রেলিয়া ও ডেনমার্কসহ বিভিন্ন দেশে জনপ্রিয় হয়ে উঠছে। থিয়েন ওয়েন হোং বলেন, (৩)

এ পরিবেশ সম্মত বোতল আখ ও গমের দন্ড দিয়ে তৈরি করা হয়। সুতরাং তা তেলের পার্শ্ববৃত্তিজাত দ্রব্যের স্থলাভিষিক্ত হয়েছে। সবাই জানেন তেল পুনঃব্যবহার্য জ্বালানি সম্পদ নয়। সুতরাং আমরা গবেষণার প্রক্রিয়ায় পুনঃব্যবহার্য জ্বালানি সম্পদ স্থলাভিষিক্ত করেছি। তাছাড়া, এ জিনিস পুরোপুরি রূপান্তর যোগ্য বলে পরিবেশের জন্য এর ক্ষতিকর কিছু নেই।

জানা গেছে, গত বছর কোকা কোলা কোম্পানি নয় কোটি মার্কিন ডলার ব্যয়ে চীনের শাংহাইয়ে একটি বিশ্বব্যাপী উদ্ভাবন ও প্রযুক্তিগত কেন্দ্র প্রতিষ্ঠা করেছে। এ কেন্দ্রের উদ্দেশ্য হল চীন ও এশিয়ার ভোক্তাদের চাহিদা মেটানোর জন্য উদ্ভাবনের মাধ্যমে বাজারে গবেষণা লব্ধ নতুন পণ্য দেয়া। তাছাড়া, আরেকটি লক্ষ্য হল শিল্পপ্রতিষ্ঠানের ধারণা উদ্ভাবন করা। থিয়েন ওয়েন হোং বলেন, কোকা কোলা কোম্পানির ধারণার মর্মকথা হল উদ্ভাবন। তিনি বলেন, (৪)

বিভিন্ন ক্ষেত্রেই উদ্ভাবন হতে পারে। সাতটি প্রধান ক্ষেত্রে কোকা কোলার নতুন ধারণা রয়েছে। যেমন পানীয়র হিতকরদিক, পরিবেশ সুরক্ষা ও সুস্বাস্থ্য।

তিনি আরো বলেন, নিজের উত্পাদন ও পরিচালনা ক্ষেত্রে পরিবেশ সংরক্ষণ ও উদ্ভাবনের পাশাপাশি কোকা কোলা কোম্পানি সামাজিক দায়িত্ব পালনের কাজকেও গুরুত্ব দেয়। যেমন ইয়াংসি নদীর রক্ষণাবেক্ষণ, পানির অভাব রয়েছে এমন এলাকায় কিছু জলাধার নির্মাণ ও আশা প্রকল্পসহ বিভিন্ন কর্মকান্ডে অংশ গ্রহণ। তিনি বলেন, (৫)

আমরা মনে করি, সকল ব্যাপারের উচিত অবিরাম কাজ করা। বিরতি দিয়ে কোন কাজ আমরা করি না। কোকা কোলা কোম্পানি হচ্ছে চীনের আশা প্রকল্পের সঙ্গে সংযুক্ত হওয়া প্রথম আন্তঃদেশীয় কোম্পানি। তার সহায়তায় এক শ'রও বেশি আশা স্কুল নির্মিত হয়েছে। ফলে পাহাড়ী ও দরিদ্র এলাকার শিশুরাও লেখাপড়া করতে পারছে।


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040