|
২০১০ সালের শাংহাই বিশ্বমেলা হচ্ছে বিশ্বব্যাপী একটি মহা সম্মিলনী। বিশ্বের অনেক দেশই তাদের নিজস্ব সংস্কৃতি ও রীতিনীতি প্রদর্শন ছাড়া, বহু আধুনিক আন্তঃদেশীয় শিল্পপ্রতিষ্ঠানও পরিদর্শনকারীদের কাছে তাদের শিল্পপ্রতিষ্ঠানের আবেদন প্রদর্শনের সুযোগ পেয়েছে। গ্রীষ্মকালীণ বিশ্বমেলায় ভ্রমণ করে গরমে ঠান্ডা পানীয় দ্রব্যের প্রতি পর্যটকদের আগ্রহ খুব বেশি। তাই বিশ্বের কোমল পানীয় খাতের শ্রেষ্ঠ শিল্প প্রতিষ্ঠান হিসেবে পরিচিত কোকা কোলা কোম্পানি তার শিল্প প্রদর্শনের সুযোগ অব্যশই কাজে লাগিয়েছে। আজকের চীনের অর্থনীতি অনুষ্ঠানে আমি বিশ্বমেলার কোকা কোলা ভবন সম্পর্কে কিছু বলবো।
বিশ্বমেলার কোকা কোলা ভবনের বাইরে একটি ১৫ মিটার উচ্চ একটি বিশাল কোকা কোলার বোতল রয়েছে। এটি বিশ্বমেলার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টিনন্দন স্থাপনায় পরিণত হয়েছে। কোকা কোলা কোম্পানির চীনের গণ বিষয়ক ও যোগাযোগ বিভাগের উর্ধতন ব্যবস্থাপক মিসেস থিয়েন ওয়েন হোং বলেছেন, কোকা কোলা ছাড়া, এ কোম্পানি ভোক্তাদের চাহিদা মাফিক নানা ধরণের পানীয় বাজারে বিক্রি করছে। তিনি বলেন, (১)
আমরা ভোক্তাদের বিভিন্ন রকমের চাহিদা পূরণের জন্য প্রস্তুত। কারণ বর্তমানে ভোক্তাদের জীবনযাপনের মান ভাল, আমাদের ভোক্তাদের চাহিদা মেটানোর জন্য ফলের রস, পানি, চা ও কোমল পানীয় উত্পাদন করা প্রয়োজন।
বিশ্বমেলা চলাকালে কোকা কোলা ভবন পরিদর্শনকারী প্রত্যেক দর্শককে আমরা একটি বিশেষ ঠান্ডা পানীয় সরবরাহ করছি। এ প্রসঙ্গে কোকা কোলা ভবনের পরিচালক লি ই ছুয়ান বলেন, এ পানীয় কোকা কোলা কোম্পানীর উদ্ভাবিত নতুন একটি বিশেষ কোকা কোলা। গবেষণা বিভাগ দীর্ঘদিনের গবেষণার মাধ্যমে এ পানীয় তৈরি করেছে। এর লক্ষ্য হল কোকা কোলা ভবন পরির্দশনকারীদের বিশেষ ঠান্ডার অনুভূতি দেয়া। তিনি বলেন, (২)
এ বিশেষ পানীয়র বোতল খোলার সময় বরফের উদ্ভব হতে পারে। সুতরাং খাওয়ার সময় এটা খুবই ঠান্ডা বোধ হতে পারে। গরম কালে আপনি এতে আরাম অনুভব করবেন। এর পাশাপাশি এ বোতল উদ্ভিদ থেকে তৈরি করা হয়। এ বোতল রূপান্তর যোগ্য। সুতরাং দর্শকরা এতে ঠান্ডা ও আরাম বোধের পাশাপাশি পরিবেশ সুরক্ষার অভিজ্ঞতাও অর্জন করবেন।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |