|
উন্নত দেশগুলো দু'শরও বেশি শিল্পায়নের প্রক্রিয়ায় বেশ কিছু গ্রীনহাউস গ্যাসের নির্গমন নিয়ন্ত্রণ করেছে। এটি বর্তমানে বিশ্বের জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ। সুতরাং উন্নত দেশগুলোর দূষিত পদার্থ নির্গমন কমানোর মূল দায়িত্ব পালন করা উচিত। উন্নয়নশীল দেশগুলোর শিল্পায়ন এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে।
উন্নয়নকে সীমাবদ্ধ করা ন্যায়সংগত ও যুক্তিযুক্ত হবে না। উন্নত দেশগুলোর অর্থনৈতিক শক্তি খুব ভাল, তাদের শ্রেষ্ঠ নিম্ন কার্বন সংক্রান্ত প্রযুক্তি রয়েছে। তবে উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক পরিস্থিতি ভালো নয় ,প্রযুক্তির অভাব এবং অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনসহ বিভিন্ন কঠোর পরিস্হিতির সম্মুখীন তারা।
সবুজ অর্থনীতির পরবর্তী সংকট যুগে আরো ভালভাবে পরিসেবা দেয়া প্রসঙ্গে জাতিসংঘের উপমহাসচিব চুখাং শা মনে করেন, বর্তমানে শুরু সরকারের মাধ্যমে সবুজ অর্থনৈতিক উন্নয়ন জোরদার করার সম্ভাবনা নেই। বিভিন্ন দেশের সরকারের উচিত শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা জোরদার করা, যাতে শিল্পপ্রতিষ্ঠানগুলোকে সবুজ সংস্কারের প্রধান পরিচালিকা শক্তিতে পরিণত করা যায়।
তিনি বলেন,
সরকারের উচিত শিল্পপ্রতিষ্ঠানের জন্য সবুজ প্রযুক্তির গবেষণার ব্যাপারে অর্থ বরাদ্দ দেয়া, উত্সাহ ব্যবস্থা প্রণয়ন করা এবং শিল্পপ্রতিষ্ঠানগুলোকে উদ্ভাবনে উত্সাহ দেয়া। সরকার শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতার মাধ্যমে সবুজ অর্থনীতি উন্নয়নের প্রক্রিয়ায় শিল্পপ্রতিষ্ঠানের স্বার্থে আরো বেশি ঝুঁকি ভাগাভাগি করা দরকার।
আমাদের উচিত বাণিজ্য ও প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমে ব্যবহৃত শ্রেষ্ঠ প্রযুক্তিকে বিশ্বে আরো জনপ্রিয় করে তোলা। তবেই সবুজ অর্থনীতি বিশ্বের উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |