Web bengali.cri.cn   
আন্তর্জাতিক সহযোগিতা সম্মেলনে পেইচিংয়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলার বিষয় নিয়ে আলোচনা
  2010-05-20 15:22:05  cri

 

চীনের আন্তর্জাতিক অর্থনৈতিক বিনিময় কেন্দ্রের উদ্যোগে "সবুজ অর্থনীতি ও জলবায়ু পরিবর্তন মোকাবিলা সংক্রান্ত আন্তর্জাতিক সহযোগিতা সম্মেলন" সম্প্রতি পেইচিংয়ে অনুষ্ঠিত হয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশের সরকারী কর্মকর্তা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিগণ জলবায়ু পরিবর্তনের বিষয় নিয়ে মত বিনিময় করেছেন। অংশগ্রহণকারীরা মনে করেন, এ বিষয়ে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর উচিত "যৌথ তবে পৃথক পৃথক" দায়িত্ব ও কর্তব্য অনুযায়ী জ্বালানি সম্পদ সাশ্রয় ও দূষিত পদার্থ নির্গমন কমানো এবং সবুজ অর্থনৈতিক উন্নয়ন জোরদার করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করা।

বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ স্বভাবতই অনুভব করতে পেরেছে যে, জ্বালানি সম্পদ সাশ্রয় ও দূষিত পদার্থ নির্গমন কমানোর মাধ্যমে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব কমিয়ে আনার বিষয়টি খুব জরুরী। এবারের সবুজ অর্থনীতি ও জলবায়ু পরিবর্তন মোকাবিলার আন্তর্জাতিক সহযোগিতা সম্মেলনে গ্রানাডার পরিবেশ মন্ত্রী মাইকেল চার্চ বলেছেন, (১)

জলবায়ু পরিবর্তন গ্রানাডায় অভুতপূর্ব পরবর্তন এনেছে। সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তন ক্ষেত্রে আরো অবনতি হয়েছে। আমাদের জ্বালানি সম্পদ বেশি নয়। আমাদের দেশের উন্নয়ন খুবই সীমাবদ্ধতার মধ্যে রয়েছে। কিরিবাতি, ভারত মহাসাগরের মালদ্বীপ ও ক্যারিবিয়ান অঞ্চলের বাহামাসহ বেশ কয়েকটি দেশ আমাদের দেশের মতই।

আমাদের জলবায়ু পরিবর্তন মোকাবিলার উপায় ব্যবহার করা ছাড়া অন্য কোন বাছাই নেই।

জলবায়ু পরিবর্তনের প্রভাবের আরো অবনতির পটভূমিতে জ্বালানি সম্পদ সাশ্রয় ও দূষিত পদার্থ নির্গমন কমানো বিশ্বের বিভিন্ন দেশের জরুরী বিষয়ে পরিণত হয়েছে। তবে দূষিত পদার্থ নির্গমন কমানোর দায়িত্ব পালনের ক্ষেত্রে উন্নত দেশগুলো ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বিরাট মতভেদ রয়েছে।

উন্নত দেশগুলো উন্নয়নশীল দেশগুলোকে দূষিত পদার্থ নির্গমন কমানোর জন্য কঠোরতার সংগে দায়িত্ব পালনের দাবি জানিয়েছে। এটি উন্নত দেশগুলোকে উন্নয়নশীল দেশগুলোর আর্থিক সাহায্য দেয়ার পূর্ব শর্ত।

তবুও উন্নয়নশীল দেশগুলো জোর দিয়ে বলেছে, "যৌথ তবে পৃথক পৃথক" দায়িত্ব ও কর্তব্য অনুযায়ী উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু পরিবর্তন মোকাবিলার ক্ষেত্রে আরো বেশি দায়িত্ব ও কর্তব্য পালন করা উচিত। এবারের সম্মেলনে চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিটির পরিচালক সিয়ে চেন হুয়া এ কথাটিই আরেকবার জোর দিয়ে বলেছেন। তিনি বলেন,


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040