Web bengali.cri.cn   
২০১০ সাল আশাবাদী
  2010-02-04 19:59:23  cri

জনগণের জীবিকা ক্ষেত্রে ২০১০ সালে চীন বেশ কয়েকটি ইতিবাচক পদক্ষেপ নেবে বলে আশা করা হচ্ছে। জানা গেছে, ২০১০ সালে জনসাধারন বিশেষ করে যাদের কম আয় ছিল তাদের আরও বেশী আয় হবে।২০১০ সালের জানুয়ারী থেকে চীনের নাগরিকদের প্যাশনের মনদন্ড বাড়ানো হবে। চিকিত্সা , শিক্ষাসহ সমাজ নিশ্চয়তা ক্ষেত্রে চীন সরকার আরও বেশী তহবিল বরাদ্দ করার পরিকল্পনা নিয়েছে।

কিন্তু এর সঙ্গে সঙ্গে আমাদের স্পষ্টভাবে উপলব্ধি করা উচিত যে , দীর্ঘকাল ধরে চীনের আর্থ-সামাজিক উন্নয়নের গতিরোধ করার সমস্যা এখনও বিরাজ করছে। এ সব সমস্যার সমাধান করা সময়সাপেক্ষ।এ সব সমস্যার মধ্যে বাড়িঘর দামের দ্রুত বৃদ্ধি সমস্যা হল জনসাধারণের মাথা ঘামানোর সমস্যা। এ প্রসঙ্গে ইয়ান গ্যান মিন বলেন, এই সমস্যার সমাধান করার জন্য চীন সরকার প্রাসঙ্গিক নিয়ন্ত্রণের পদক্ষেপ নেবে।

তিনি বলেন, কিছু দিন আগে চীন সরকার বাড়িঘরের দামের দ্রুত বৃদ্ধির ওপর বিশেষ মনোযোগ দিয়েছে। এর পর কয়েকটি নীতিপন্থা ও পদক্ষেপ প্রবর্তিত হয়েছে। কিন্তু এ সব নীতি ও পদক্ষেপ নেয়ার পর এ ক্ষেত্রে কার্যকর ফলাফল দেখা যায়নি। তা ছাড়া ২০১০ সালে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর জন্য চীন সরকার বেশ কয়েকটি ইতিবাচক পদক্ষেপ নেবে।

যদিও বিশ্বজুড়ে অর্থনীতির ভবিষ্যত অস্পষ্ট , জনগণের জীবনযাত্রার মান উন্নত করার কতর্ব্য কঠিন, সংস্কারের পথ সুগম নয় তবুও ২০১০ সালে চীন সরকার এ সব অসুবিধে কাটিয়ে উঠার দৃঢ়সংকল্প নিয়েছে।


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040