|
তিনি যেমন কথা বলেছেন তেমনি এভাবে কাজ করেছেন। তিনি ও তার শ্রমিকরা প্রতি দিন জমিতে আগাছামুক্ত করেন এবং মাটি সমান করিয়ে দেন। তারা অনেক অসুবিধে কাটিয়ে সাফল্য অর্জন করেছেন। ২০০২ থেকে ২০০৫ সাল নাগাদ কফি সংগ্রহের সময়। কফির বান্ডার ফসল দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে হাইনান দ্বিপ আকম্মিত ঘূর্ণিঝড়ের শিকার হল।
এতে অনেক কফির গাছ মারা গেছে। ক্ষয়ক্ষতি মারাত্মক। ঘূর্ণিঝড়ের পর তিনি আবার নতুন চারা কফি গাছ লাগিয়েছেন। কিন্তু তিন বছর পর অর্থাত ২০০৮ সালে দক্ষিণ চীনে তুষার দুর্যোগ হয়েছিল।
তার কফি গাছ আবার আরাত্মকভাবে বিধ্বস্ত হয়েছে। তিনি বলেন, চীনের ঐতিহাসিক উত্সব---বসন্ত উত্সবের পূর্ব ও পরবর্তীকালে কফি গাছে ফুল ফুটার সময়। ঠিক সে সময় দক্ষিণ চীনের বেশির ভাগ অঞ্চলে প্রচন্ড বড় তুষার পড়েছে । অতীতে হাইনানে কোন দিন তুষারপাত দেখা দেয়নি। কিন্তু এ বার হাইনানে খুব শীত পড়েছে। প্রায় এক মাস ধরে তাপমাত্রা ১৯ ডিগ্রির মতো ছিল। কফির ফুল একেবারে ফুটতে পারে না। প্রাকৃতিক দুর্যোগের সামনে আমরা কিছু করতে পারি না।
কিন্তু লিন ওয়েন ডেন প্রাকৃতিক দুর্যোগের কাছে নতি স্বীকার করেননি। ২০০৯ সালে তিনি প্রথম বাম্পার সফল পেয়েছেন। অনেক তাইওয়ান ব্যবসায়ী তার " কফির খামারে " যোগ দিতে চেয়েছেন। হাইনান প্রদেশের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের উপ পরিচালক জেন ইন শেন বলেছেন, যদিও তার কফির ব্যবসা কষ্টকর তবুও তার বাম্পার ফসল বাস্তবায়িত হয়েছে। কফির উত্পাদন শিল্পে এত প্রাধান্য দেখে তার আশেপাশের বন্ধুরা এখানে কফির গাছ লাগাতে চায়। বতর্মানে ১৩০ হেক্টর জমিতে কফির কাছ লাগানো হয়েছে।
লিন ওয়েন ডেন বলেন, হাইনান প্রদেশ ও ডেনওয়েন জেলার স্থানীয় সরকরা তার কফির খামারে অনেক সাহায্য দিয়েছে। ডেনওয়েন জেলার সরকার বিশেষভাবে তার জন্য একটি পাকা রাস্তা নির্মান করেছে। এখন খামারের সঙ্গে মহা সড়কের সংযু্ক্ত হয়েছে। তিনি বলেন এর আগে বাইরের এই রাস্তা ছিল মাটির রাস্তা। গত বছর ডেনওয়ান জেলার সরকার পাকা রাস্তা নির্মানের জন্য ৬ লাখ ইউয়ান রেন মিন পি বরাদ্দ করেছে। স্থানীয় অধিবাসীদের জন্য এ জেলার সরকার একটি ভাল কাজ করেছে।
বতর্মানে হাইনান প্রদেশের রাজধানী হাইখোতে লিন ওয়েন ডেনের প্রক্রিয়াকরণ কারখানা আছে। সাংহাই, জেচিয়ানসহ জায়গায় তার নিজের ক্রয় কেন্দ্র আছে। তিনি বলেন, তার কফির ব্রান্টে দুটো মার্ক নিবন্ধ করা হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি দুটো মার্ক নিবন্ধ করেছি।
একটি হল গুসে কফি, আরেকটি হল ছাংনা কফি। প্রথমে আমি চীনা নামে নিবন্ধ করেছি। কিন্তু শিল্প ও বাণিজ্য ব্যুরো আমাকে জানিয়েছে যে, ব্রান্ট নিবন্ধ করা দেশের নাম ব্যবহার করা যায় না। কিন্তু ছানার উচ্চারণ ইংরেজ চাইনার সঙ্গে মিল আছে।
বতর্মানে লিন ওয়েন ডেনের ছেলেও হাইনানে এসেছে। সে সিছুয়ান প্রদেশের একজন মেয়েকে বিয়ে করেছে। লিন ওয়েন ডেনের নাতিও হাইনান প্রদেশে জন্ম হয়েছে। লিন ওয়েন ডেন বলেন, হাইনান তার দ্বিতীয় জন্মস্থান। তার পরিবার এখানে স্থায়ীভাবে বসবাস করবে।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |