|
চীনের প্রদর্শনী এলাকা অনেক বেশি ব্যবসায়ী ও সাধারণ পর্যটকের দৃষ্টি আকর্ষণ করেছে। পেইচিং তাও বো আন্তর্জাতিক পর্যটন সংস্থার উপপরিচালক জাং নান মনে করেন, চীনের পর্যটন বাজার বিদেশীদের আগ্রহ অব্যাহতভাবে জোরদার করছে। তিনি বলেন, (৩)
আগে বিদেশীরা চীনে ভ্রমণের কাজ খুব আগ্রহী ছিল। তারা সবসময় চীনের প্রদর্শনী এলাকা নিয়ে খুব ব্যস্ত। বহু পর্যটন ব্যবসায়ী বা পর্যটন সংস্থা আমাদের প্রদর্শনের এলাকায় চীনের পরিস্থিতি সম্পর্কে পরামর্শ নিয়েছে। চলতি বছরের অবস্থা আনুমানিক লক্ষ্যের তুলনায় আরো ভালো ছিল। চীনের প্রভাব আরো বৃদ্ধি হচ্ছে, চীনে ভ্রমণ করতে আগ্রহী লোকের সংখ্যা আরো বেশি হচ্ছে। পেইচিং অলিম্পিক গেমস ও সাংহাই বিশ্ব মেলার প্রদর্শনীর মাধ্যমে চীন প্রচারের জন্য সহায়তা দিয়েছে।
২০০৮ সালে পেইচিং অলিম্পিক গেমস সাফল্যের সঙ্গে অনুষ্ঠানের মাধ্যমে বিদেশীরা চীন ও পেইচিংকে আরো বেশি ভালোভাবে জানতে ও বুঝতে পেরেছে। ২০১০ সালে চীনের সাংহাই বিশ্ব মেলা প্রদর্শনীর উদ্যোগ নেয়া হয়েছে। চীনের প্রদর্শনী এলাকা সাংহাই বিশ্ব প্রদর্শনী সংক্রান্ত বিশেষ প্ল্যাটফর্ম গড়ে তুলেছে এবং বিদেশী পর্যটকদের কাছে সংশ্লিষ্ট পরিস্থিতি ব্যাখ্যা করেছে। যাতে আরো বেশি পর্যটককে সাংহাইয়ে ভ্রমণের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা যায়। সাংহাইয়ের চীন যুব পর্যটন সংস্থার কর্মী লি চিয়েন ফেং বলেছেন,(৪)
তারা বিশ্ব প্রদর্শনীর এ বড় কর্মসূচীতে খুব আগ্রহী। এখানে পরামর্শের লোক সংখ্যা খুব বেশি।
আমাদের সংবাদদাতা চীনের প্রদর্শনী এলাকা পর্যটনের ব্যাপার নিয়ে পরামর্শদানকারী একজন নারী পরামর্শকের সাক্ষাত্কার নিয়েছেন। এ নারীর নাম নিকোলি ম্যালেম। তিনি ফ্রান্সের একটি কোম্পানিতে কাজ করেন। ছোট বেলা থেকেই তার শখ তিনি চীনে ভ্রমণের পরামর্শকের কাজ করবেন। তিনি বলেন, (৫)
আমি চীনে ভ্রমণ করতে খুব আগ্রহী। আমার একটি পরিকল্পনা রয়েছে। তবে সুনির্দিষ্ট সময় আমি এখনো ঠিক করি নি। আমি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা ঠিক করেছি। ছোট বেলায় আমি চীনে ভ্রমনের কাজে আগ্রহী ছিলাম। এবার আমি চীনে তথ্য আহরণমূলক ভ্রমণের একটি বই নিয়েছি। আমি মনে করি, চীনের জীবনযাত্রার পদ্ধতি ইউরোপের চেয়ে ভিন্ন। চীনের ইতিহাস শ্রদ্ধাভাজন ইতিহাস। আমি এ দুটি আলাদা সংস্কৃতির সমঝোতা করতে ইচ্ছুক।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |