Web bengali.cri.cn   
বিশ্ব চীনের পর্যটন বাজারের প্রতি ব্যাপক সজাগ দৃষ্টি সারা বিশ্বের
  2010-01-07 16:52:34  cri

চীনের অর্থনীতির চলতি বছরের তৃতীয় কোয়ার্টারে উন্নয়নের হার ৯ শতাংশ। চীনের দ্রুত উন্নয়নের ফলে এশিয়ার অর্থনীতি পুনরুদ্ধার শুরু হয়েছে। এটি আর্থিক ও বাণিজ্যিক সংকটের পটভূমিতে একটি প্রেরনাদায়ক উপাত্ত। এ উপাত্ত প্রমান করেছে যে, চীনের অর্থনীতি বিশ্বের অর্থনীতির মধ্যে দৃষ্টান্তমূলক ভূমিকা পালন করেছে। চীন বিশেষ করে এ অঞ্চলের তার বাণিজ্যিক অংশীদারের কাছ থেকে আরো বেশি জিনিস কিনেছে। এর ফলে এশিয়ার অর্থনীতির পুনরুদ্ধার শুরু হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে, একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি পুনরায় প্রচালিত হয়েছে। এটি হচ্ছে নবোদিত দেশের উন্নয়ন উন্নত দেশের উন্নয়নের তুলনায় আরো শক্তিশালী। আমি মনে করি, মধ্যমেয়াদী এ পরিস্থিতি আরো চলতে থাকবে।

চীনের পর্যটন বাজার উন্নয়নের ব্যাপারে আশা প্রকাশ করে বিশ্ব পর্যটন পরিষদের চেয়ারম্যান ও সিইও জিয়ান ক্লাউডি বমগার্টেন প্রদর্শনীতে বলেছেন, বিশ্ব দশম পর্যটন ও ভ্রমণ সম্মেলন ২০১০ সালে চীনের পেইচিংয়ে অনুষ্ঠিত হবে। তিনি আরো বলেন, (২)

সম্মেলন এ বছরে চীনের পেইচিংয়ে অনুষ্ঠানের কারণ হলো আমরা দেখতে পেয়েছি যে, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীনের সমন্বিত ব্রিক দেশ ও মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে পর্যটন শিল্প উন্নয়নের প্রবণতা খুব ভালো। এটি একটি প্রধান কারণ। অন্য একটি কারণ হল জিডিপি উন্নয়নের গড়পরতার হার ৯ শতাংশ দাঁড়ানোর অর্থনৈতিক সত্ত্বা হিসেবে পর্যটন শিল্প কর্মসংস্থান সমস্যা নিরসনের জন্য কল্যাণকর। মোটের উপর বলতে গেলে , চীনের পেইচিং আমাদের প্রস্তাবকে উত্সাহব্যঞ্জক স্বাগত জানিয়েছে। এবার শীর্ষ সম্মেলন চীনের মত নবোদিত দেশ বিশ্বের পর্যটন শিল্পের গুরুত্বপূর্ণ মধ্য বা দীর্ঘমেয়াদী সদস্যের সাথে সমঝোতা করার জন্য অনুকূল।

চীনের পর্যটন শিল্প এবার বিশ্ব পর্যটন প্রদর্শনীতে যোগ দেয়ার ওপর গুরুত্ব দেয়।


1 2 3
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040