|
ছ'বছর ধরে চীন-আসিয়ান প্রদর্শনী দু'পক্ষের শিল্পপ্রতিষ্ঠানের জন্য বহু সুযোগ এনে দিয়েছে এবং চীন-আসিয়ান উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের আলোচনার নতুন প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। তাছাড়া, এ প্রদর্শনী চীন ও আসিয়ানের আর্থ-বাণিজ্য ও পুঁজি বিনিয়োগের সহযোগিতা সরাসরি ত্বরান্বিত করেছে। পঞ্চম বারের প্রদর্শনীতে দু'পক্ষের বাণিজ্যিক বিনিময়ের পরিমাণ ৬.৫ বিলিয়ন মার্কিন ডলার, আন্তর্জাতিক পুঁজি বিনিয়োগের সহযোগিতামূলক চুক্তির পরিমাণ ২৮.৬ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি।
এর পাশাপাশি চীন-আসিয়ান প্রদর্শনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ--- চীন-আসিয়ান অবাধ বাণিজ্য অঞ্চল গড়ে তোলার কাজ মৌলিকভাবে সম্পন্ন করা। চীন বিদেশের সঙ্গে গড়ে তোলা প্রথম অবাধ বাণিজ্য অঞ্চল হিসেবে, অর্থাত্ আসিয়ানের প্রথম অবাধ বাণিজ্য অঞ্চল হিসেবে, চীন-আসিয়ান অবাধ বাণিজ্য অঞ্চল ২০১০ সালে গড়ে তোলা হবে। তখন চীন-আসিয়ান ৯০ শতাংশ বাণিজ্যিক পণ্যের শূন্য শুল্ক বাস্তবায়ন করা হবে এবং পরিসেবা ক্ষেত্রের বাণিজ্যিক বাজার বাস্তবভাবে উন্মুক্ত হবে।
ফিলিপাইনের প্রতিনিধি পরিষদের স্পীকার প্রোস্পারো নোগ্রালেস দ্বিতীয় বারের মত প্রদর্শনীতে যোগ দিয়েছেন। তিনি বলেছেন, ফিলিপাইন সরকার আগামী বছর গড়ে তোলা চীন-আসিয়ান অবাধ বাণিজ্য অঞ্চলকে গুরুত্ব দেয়। তিনি আশা করেন, ফিলিপাইনের শিল্পপ্রতিষ্ঠান চীন ও আসিয়ানের অন্যান্য সদস্য দেশের আরো বেশি বাজারে প্রবেশ করবে। তিনি বলেছেন, (৪)
চীন-আসিয়ান প্রদর্শনী ছ'বার অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছর কিছু কিছু অগ্রগতি অর্জিত হয়েছে। ব্যবসায়ীরা এখানকার উপযুক্ত বাজার খুঁজে বের করেছেন। বহু দেশের শিল্পপ্রতিষ্ঠান প্রদর্শনীতে ইতিবাচকভাবে যোগ দিয়েছে। এটি প্রদর্শনী সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হওয়ার প্রতীক।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |