|
মিয়ানমারের ব্যবসায়ী আউং নাইং এ প্রদর্শনীতে একটানা চার বারের মত যোগ দিয়েছেন। তার আসবাবপত্র চীনা ব্যবসায়ীদের স্বাগত পেয়েছে। তিনি বলেছেন, (১)
এ প্রদর্শনী ধীরে ধীরে সফল হচ্ছে। এটি প্রদর্শনীতে যোগ দেয়া কোম্পানি, দেশ ও অঞ্চলের জন্য কল্যাণ সৃষ্টি করেছে। চীন-আসিয়ান অবাধ বাণিজ্য অঞ্চল নির্মাণের পর আমাদের জন্য অনুকূল হয়েছে এবং কুয়াং সি প্রদেশ ও মিয়ানমারের জন্য আরো বেশি সুযোগ সৃষ্টি করেছে।
চীনের কুয়াং সি প্রদেশের নান নিং শহরের ব্যবসায়ী মো শান ই চীন-আসিয়ান প্রদর্শনীতে প্রথম বারের মত অংশ নিয়েছেন। তার কোম্পানি নির্মাতা ক্ষেত্রের জ্বালানি সাশ্রয়ের প্রযুক্তি ও পণ্য সংক্রান্ত গবেষণা ও উত্পাদনের কাজ কার্যকর করেছে। এ কোম্পানি কুয়াং সি প্রদেশে জনপ্রিয় হচ্ছে। তিনি মনে করেন, কুয়াংসি প্রদেশের ভৌগোলিক প্রাধান্য রয়েছে। আসিয়ানের কিছু দেশের রিয়্যাল এস্টেট শিল্পের উন্নতি লাভ করছে। তবে জ্বালানি সাশ্রয় সংক্রান্ত প্রযুক্তি ও প্রস্তাব জনপ্রিয় হয় নি। সুতরাং তার কোম্পানির অনেক বেশি সুযোগ রয়েছে। মো শান ই বলেছেন, (২)
আমরা কাছাকাছি দেশে বাজার সম্প্রসারণ করতে চাই। বিশেষ করে, ভিয়েতনাম ও থাইল্যান্ডের বাজার। কারণ সম্প্রতি ভিয়েতনামের রিয়্যাল এস্টেট শিল্পের ভালোভাবে উন্নতি হচ্ছে। তবে জ্বালানি সাশ্রয়ের ক্ষেত্রে চীনের চেয়ে অনেক পিছিয়ে। তাই আমরা খুব আস্থাবান।
বিভিন্ন দেশ নিজেদের গুরুত্বপূর্ণ পণ্য প্রদর্শন করা ছাড়া, এবারের চীন-আসিয়ান প্রদর্শনীতে ১১টি ফোরাম ও ৪৪টি পুঁজি বিনিয়োগ জনপ্রিয় করে তোলার সম্মেলন আয়োজন করেছে। তখন ২শ'জনেরও বেশি মন্ত্রী পর্যায়ের ব্যক্তিবর্গ সংশ্লিষ্ট কর্মসূচিতে উপস্থিত ছিলেন। তারা বাণিজ্যিক বিনিময় ও পরিসেবার সুবিধাজনক নীতি বাস্তবায়নের বিষয় নিয়ে আলোচনা করেছেন।
চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও বলেছেন, আসিয়ানের বুনিয়াদী ব্যবস্থা নির্মাণ কাজে বরাদ্দ দেয়ার জন্য দশ বিলিয়ন মার্কিন ডলারের পুঁজি বিনিয়োগের সহযোগিতামূলক তহবিল গড়ে তুলবে। চীনের রপ্তানি ও আমদানি ব্যাংকের পরিচালক লি রুও কু বলেছেন, ইতোমধ্যেই তারা এক বিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করেছে। চলতি বছরের শেষে হংকংয়ে বাস্তব ভিত্তিতে তা চালু হবে। তিনি বলেছেন, (৩)
১ বিলিয়ন মার্কিন ডলার বুনিয়াদী ব্যবস্থা নির্মাণ কাজে ব্যবহৃত হবে। পরবর্তীতে তৈরি শিল্প ও অন্যান্য ক্ষেত্রে পুঁজি বিনিয়োগ করবে। চীন ও আসিয়ানের মধ্যে অবাধ বাণিজ্য অঞ্চলের নির্মাণ কাজ,অর্থনৈতিক একত্রীকরণ ও অভিন্ন বাজার গড়ে তোলার বিষয়ে ত্বরান্বিত করা হচ্ছে আমাদের সর্বশেষ লক্ষ্য।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |