|
ছাই কোং মিং
জেনারেল মটরস ও ফোর্ড কোম্পানির মত বিশ্বের বিখ্যাত বিলাসবহুল গাড়ি কোম্পানি মার্সেডিস বেন্জ চীনের বাজার দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ২০০৮ সালের প্রথম দিকে চীনের জাতীয় থিয়েটারের সঙ্গে কৌশলগত সহযোগিতামূলক অংশিদার হওয়ার পর বছরের শেষ দিকে আবার চীনের জাতীয় থিয়েটারের সঙ্গে ২০০৯ সালে সপ্তাহান্তিক কন্সার্ট নামক ধারাবাহিক কল্যাণমূলক অনুষ্ঠান পরিবেশন করার কথা ঘোষণা করেছে। এ বছরে বেন্জ কোম্পানি চীনের বাজারে আরও বেশি বরাদ্দ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ কোম্পানির চীনের শাখার বিক্রয় মহা তত্ত্বাবধায়ক ছাই কোং মিং বলেন, "বিশ্বের দিক থেকে স্পষ্টই যে, প্রথমত বেন্জ কোম্পানির জন্য চীনের বাজারের অবস্থান পরিবর্তন হবে না বরং তা আরও গুরুত্বপূর্ণ হবে। কারণ সারা বিশ্ব আশা করে, আর্থিক সংকট চীনকে খুব বেশি ক্ষতিগ্রস্ত করবে না। দ্বিতীয়তঃ চীনের বাজারে বেনজ কোম্পানি যে বরাদ্দ দিয়েছে, তা থেকে বেশি উপকৃত হবে বলে আমরা আস্থাবান।
বিভিন্ন গাড়ি কোম্পানি চীনের গাড়ি বাজারের ভবিষ্যত সম্ভাবনার ওপর আস্থাবান হলেও বর্তমান চীনের গাড়ি বাজার অবনতির দিকে যাচ্ছে। তাছাড়া ক্রেতা পরিবেশ সংরক্ষণ ও জ্বালানি সাশ্রয়ী গাড়িসহ বিভিন্ন ক্ষেত্রে দৃষ্টি রাখছে। এ সময় যে কোনো গাড়ি কোম্পানি ক্রেতাদের চাহিদা অনুযায়ী এ সুযোগ কাজে লাগালে ভবিষ্যতে তার বিজয় হবে।
থাং ছিং
বাস্তবে, কিছু কোম্পানি এ সুযোগ কাজে লাগানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। ছাং আন সুজুকি মটরস কোম্পানি জাপানের সুজুকি মটরস কোম্পানির চীনের যৌথ মালিকানাধীন একটি কোম্পানি। এ কোম্পানির বাজার বিষয়ক মহা তত্ত্বাবধায়ক থাং ছিং বলেন, "আর্থিক সংকট মোকাবিলায় নিঃসরণের পরিমাণ কম এমন গাড়ির চাহিদা বাড়ানো বিশেষ করে ছাং আন সুজুকি মটরস কোম্পানির জন্য চ্যালেঞ্জের চেয়ে সুযোগ বেশি। কারণ সরকারের ক্রেতা কর ও স্থানীয় সরকারের উত্সহ দেয়া মাইক্রো বাস বিক্রির জন্য অনুকূল। ১৯৯৫ সাল থেকে ছাং আন সুজুকি মটরস কোম্পানি ছোট আকারের গাড়ি প্রস্তুত করে। ২০০৮ সালের উপাত্ত অনুযায়ী ক্ষুদ্র গাড়ি ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠেছে। তা ছাং আন সুজুকি মটরস কোম্পানির জন্য একটি ভালো সুযোগ।
রেন ইয়োং
২০০৯ সালে কিছু গাড়ি কোম্পানি চীনের বাজারের বাস্তব অবস্থা অনুযায়ী বিক্রির পরিমাণ কিছুটা পরিবর্তন করেছে। কিন্তু সংকটের কারণে তারা তা আগের মতই চীনের বাজারের ওপর ইতিবাচকভাবে দেখে। জাপানের নিশান মটরস কোম্পানির উপ-মহাব্যবস্থাপক রেন ইয়োং বলেন, "২০১২ সালে আমরা প্রতি বছর ৫ লাখ ৫০ হাজার গাড়ি বিক্রি করার পরিকল্পনা নিয়েছি। বর্তমান চীনের বাজারে গাড়ি উত্পাদনের হার কিছুটা কমলেও নিশান মটরস কোম্পানি আগের পরিকল্পনায় অবিচল থাকবে।
বিশ্লেষকরা মনে করেন, বর্তমানে চীনের গাড়ি বাজারে কিছু পরিবর্তন ঘটেছে। চীনের সংশ্লিষ্ট বিভাগ গাড়ি বাজার চাঙ্গা করার নানান ব্যবস্থা নিয়েছে। যা চীনের গাড়ি কোম্পানি ও ক্রেতাদের জন্য সুখবর। (ওয়াং তান হোং)
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |