Web bengali.cri.cn   
চীনের বাজারে বহুজাতিক গাড়ি শিল্প প্রতিষ্ঠানের আশ্রয় স্থল
  2009-10-05 17:02:52  cri

    বিশ্বের অর্থ সংকটের প্রেক্ষাপটে গাড়ি শিল্পও ঝুঁকির মুখে পড়েছে। ইউরোপ, উত্তর আমেরিকা, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ গাড়ি উত্পাদন ও পণ্যভোগকারী বড় দেশেরও গাড়ি কেনার চাহিদা ব্যাপক হারে হ্রাস পেয়েছে। ফলে আন্তর্জাতিক গাড়ি কোম্পানিগুলোও চীনের গাড়ি বাজারের ওপর দৃষ্টি রাখছে। বর্তমানে চীনের বাজার বহুজাতিক গাড়ি শিল্প প্রতিষ্ঠানগুলোর আশ্রয় স্থানে পরিণত হয়েছে।

    ২০০৭ সালে চীনের বাজারে প্রস্তুতকৃত গাড়ির সংখ্যা ছিল ৮৮ লাখ ৮০ হাজার। বিক্রির পরিমাণ ৮৮ লাখ। যুক্তরাষ্ট্রের পর চীন হচ্ছে বিশ্বের দ্বিতীয় গাড়ি ক্রয়কারী দেশ। ২০০৮ সালে বিশ্বের অর্থ সংকটের কারণে উত্তর আমেরিকা, জাপান ও ইউরোপের প্রধান দেশ ও অঞ্চলে গাড়ি ক্রেতার সংখ্যা ব্যাপক হারে কমেছে। এ সময় চীনের গাড়ি বাজারের বিশাল চাহিদার গুরুত্ব দেখানো হয়। এ প্রেক্ষাপটে বহুজাতিক গাড়ি প্রস্তুতকারী কোম্পানি ধাপে ধাপে চীনের বাজার দখলের জন্য নানা প্রচেষ্টা চালায়। চীন ও যুক্তরাষ্ট্রের গাড়ি বিনিময় সমিতির চেয়ারম্যান ও পেইছি হোল্ডিং গোষ্ঠীর জেনারেল ম্যানেজার ওয়াং তা চোং বলেন, আর্থিক সংকটের ছায়ায় চীনের গাড়ি বাজারে বৃদ্ধির হার ও রপ্তানির পরিমাণ কমে যাওয়া সত্ত্বেও ভবিষ্যতে চীনের গাড়ি বাজার বৃদ্ধি প্রবণতার পরিবর্তন হবে না বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, "চীন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার। নতুন বছরে এ বাজার চ্যালেঞ্জের মুখে পড়লেও বিশ্বের বাজারে তা একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। ২০০৮ সালের শেষ তিন মাস আগের তিন মাসের চেয়ে ২৫ শতাংশ হ্রাস পেয়েছে। কিন্তু তা বৃদ্ধি হারের ক্ষেত্রে পরিমাণের ক্ষেত্রে নয়। সেজন্য বিশ্বের বড় বড় গাড়ি শিল্প প্রতিষ্ঠান চীনের বাজার দখলের চেষ্টা চালাবেই।

    অনেক বহুজাতিক গাড়ি শিল্পপ্রতিষ্ঠান ওয়াং তা চোং-এর সঙ্গে একমত। জেনারেল মটরস ও ফোর্ড মটরস কোম্পানি বিক্রির পরিমাণ হ্রাস পাওয়া সত্ত্বেও চীনে তাদের যৌথ মালিকানার কোম্পানি শাংহাই জেনারেল মটরস ও ছাং আন ফোর্ড কোম্পানির বিক্রির পরিমাণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ২০০৮ সালের ১৭ই ডিসেম্বর শাংহাই জেনারেল মটরস কোম্পানির নতুন একটি কারখানা স্থাপিত হয়। এ কারখানার মোট বিনিয়োগের পরিমাণ ২৭০ কোটি ইউয়ান। যাতে শাংহাই জেনারেল মটরস কোম্পানি প্রতি বছর ৭৬০ হাজারটি গাড়ি তৈরী করতে পারে। ফলে শাংহাই জেনারেল মটরস কোম্পানি চীনের বৃহত্তম গাড়ি উত্পাদনকারী কোম্পানির মধ্যে অন্যতম।

লিউ ছুন ওয়েই

    ছাং আন ফোর্ড হচ্ছে ফোর্ড কোম্পানির চীনের শাখা। তাছাড়া ফোর্ড কোম্পানি চিয়াং লিং কোম্পানির ৩০ শতাংশ শেয়ারের অধিকারী। ২০০৭ সালে ফোর্ড কোম্পানির ফকস চীনের বাজারে খুব জনপ্রিয় ছিল। ২০০৮ সালে ফোর্ড কোম্পানির বিক্রি করা গাড়ির সংখ্যা ২০০৭ সালের চেয়ে কিছু হ্রাস পেলেও ছাং আন ফোর্ড কোম্পানির উপ-মহাব্যবস্থাপক লিউ ছুন ওয়েই চীনের গাড়ি বাজারের ভবিষ্যত সম্পর্কে আশাবাদী। তিনি বলেন, "আমি চীনের গাড়ি বাজারকে ইতিবাচকভাবে দেখি। কারণ বর্তমান বাজারের অবস্থা ভালো না হলেও আমরা জানি ভবিষ্যতে চীন বিশ্বের বৃহত্তম গাড়ির বাজারে পরিণত হবে। তাছাড়া অর্থনৈতিক আঘাত গুরুতর হলেও চীন সরকার সামষ্টিক নীতির পরিবর্তে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিতকরণ নীতির ওপর গুরুত্ব দেয়। মাঝারি ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানকে সাহায্য করা বা ক্রেতাদের করের সুবিধা দেয়ার নীতির লক্ষ্য হচ্ছে অভ্যন্তরীণ চাহিদা বাড়ানো। সেজন্য ভবিষ্যতে বাজারের চাহিদা বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040