|
বন্ধুরা, দ্বিতীয় পর্বে বানররাজ সুন উখোং'র -এর জম্মকথার আরো কিছু কাহিনী আপনাদের শোনাবো ।
আপনাদের নিশ্চয়ই মনে আছে, বানরেরা গুহার ভেতরে পরম সুখে স্বাচ্ছন্দে দিন কাটাতে কাটাতে তারা মহাফুর্তিতে কয়েক শো বছর কাটিয়ে দিল। একদিন মারা যাবার কথা ভেবে ভেবে বানরাজের মন খুব খারাপ হয়ে গেল। সেই সাথে সবার মনও খারাপ হয়ে গেল।...
এমন সময়ে একটি বৃদ্ধ বানর এগিয়ে এসে বলল: "মহারাজ, এর জন্যে চিন্তা করার কী দরকার! আমি শুনেছি একজন দেবর্ষি আছেন, তার কাছে গিয়ে অনুরোধ করলে অমর হওয়া যায়।" বানররাজ আগ্রহের সংগে জিজ্ঞেস করল, "কোথায় থাকেন তিনি?" বৃদ্ধ বানর কিছুক্ষণ ভেবে উত্তর দিল, "শুনেছি যে, এই পৃথিবীর একটি দৈব-পর্বতের গুহায় তিনি থাকেন।"
একথা শুনে বানররাজ খুশী হল। সে তক্ষুণি বানরদেরকে বাঁশ আর কাঠ কেটে ভেলা তৈরী করার এবং ফলমূল জোগাড় করার আদেশ দিল। সে যাবে সেই দেবর্ষির খোঁজে, যার কাছ থেকে অমর হওয়ার উপায় জানা যেতে পারে।
আচ্ছা! বন্ধুরা, আগামী আসরে আমরা সুন উখোং'র জন্মকথার পরবর্তী অংশ আপনাদেরকে শোনাবো। আমি আকাশ, পেইচিং থেকে আপনাদের সুখ ও সমৃদ্ধি কামনা করছি। চাই চিয়ান!
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |