Web bengali.cri.cn   
পাঠ ৩ পরিচয়
  2011-02-01 18:11:42  cri

বন্ধুরা, তৃতীয় পর্বে বানররাজ সুন উখোং'র-এর জম্মকথার আরো কিছুটা শুনাবো আপনাদেরকে।

আপনাদের নিশ্চয়ই মনে আছে, গত সপ্তাহের অনুষ্ঠানে আমরা জেনেছিলাম যে, পাথরের বানর গুহা থেকে বেরিয়ে পানির পর্দা ভেদ করে সঙ্গীদের কাছে ফিরে যায় এবং গুহার ভেতরে সে যা দেখতে পায় তার সবই তাদেরকে বলে। তারপর আবার সে সঙ্গীদেরকে নিয়ে লাফ দিয়ে পানির পর্দা ভেদ করে গুহার মধ্যে চলে যায়...

বানরেরা মহা আনন্দে যে যার খুশীমতো পাথরের বাটি, খাট, চেয়ার দখল করল। কেউ নিয়ে এল মদ, কেউবা সংগ্রহ করে আনলো পীচফল। তারপর তারা এক বিরাট ভোজের আয়োজন করল। বানরেরা সকলেই পাথরের বানরকে "মহারাজ সহস্রায়ু হউন" বলে অভিবাদন জানাল। পাথরের বানর নিজেকে বানররাজ বলে ঘোষণা করল। তারপর সে সিঃহাসনে বসলো। বানরেরা সারি দিয়ে দু'পাশে বসলে শুরু হলো তাদের ভোজ-সভা। সকলেই আনন্দে মেতে উঠল।

বানররাজ সুন উখোং কয়েকটি বানরকে বেছে নিয়ে তাদের মন্ত্রী, সেনাপতি ইত্যাদি পদে বহাল করল। এরপর থেকে সে ভোরবেলা তাদের নিয়ে ফল-পুষ্প পর্বত পরিদর্শন করতে যেত আর রাত্রে জলপর্দাবৃত গুহার মধ্যে বিশ্রাম করত।

এইভাবে তারা মহাফুর্তিতে কয়েক শো বছর কাটিয়ে দিল। একদিন কিন্তু বানররাজের মন খুব খারাপ। তার চোখ দিয়ে টপটপ করে পনি পড়তে লাগলো। বানরের দল ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলো, "মহারাজ, কিজন্যে আপনার মন এত খারাপ?" বানররাজ উত্তর দিল, "এখন তো আমরা পরম সুখে-স্বাচ্ছন্দে দিন কাটাচ্ছি। কিন্তু আর কতকাল? একদিন না একদিন আমরা বুড়িয়ে যাব, তারপর মারা যাব।" একথা শুনে বানরদেরও মন খুব খারাপ হয়ে গেল।

আচ্ছা! বন্ধুরা, আগামী আসরে আমরা সুন উখোং'র জন্মকথার পরবর্তী অংশ আপনাদেরকে শোনাবো। আমি আকাশ, পেইচিং থেকে আপনাদের সুখ ও সমৃদ্ধি কামনা করছি। চাই চিয়ান!


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040