Web bengali.cri.cn   
পাঠ ২ অভিবাদন
  2011-01-25 19:27:01  cri
লাবণ্য ও আকাশের সংগে চীনা ভাষা শিখুন

পাঠ ২ অভিবাদন

লাবণ্য: da jia hao! wo shi লাবণ্য!

আকাশ: da jia hao! wo shi আকাশ

লাবণ্য: ভাইয়া, ৪ দিন ধরে তোমাকে দেখি নি। নিশ্চয়ই তুমি নববর্ষের ছুটিতে ছিলে। তো কীভাবে তুমি ছুটি কাটিয়েছো?

আকাশ: আমাকে দেখার জন্য এবং আমার সঙ্গে সময় কাটানোর জন্য আমার মা-বাবা পেইচিংয়ে এসেছেন। আমি তাদের সঙ্গে দিনগুলো কাটিয়েছি।

লাবণ্য: আচ্ছা! খুব ভাল! অনেক দিন পর তাঁদের সঙ্গে তোমার দেখা হলো। তাইনা?

আকাশ: হ্যাঁ। আমি তাঁদের অভাব খুব বোধ করি। একারণে তাঁরা আসায় আমি দারুণ খুশি।

লাবণ্য: তোমার খুশিতে আমিও খুশি। তাহলে ভাইজান, একে অন্যের সঙ্গে দেখা হলে চীনা মানুষেরা কীভাবে অভিবাদন জানায়?

আকাশ: আচ্ছা, আজকের অনুষ্ঠানে আমরা শিখবো চীনা ভাষায় কীভাবে অভিবাদন জানাতে হয়।

দিনের প্রধান শব্দগুলো: হ্যালো (ni hao); সবাইকে হ্যালো (da jia hao)! তুমি কেমন আছো? (ni hao ma?) আমি খুব ভাল, ধন্যবাদ! (Wo hen hao, xie xie!) তুমি খেয়েছো? (Ni chi le ma?) আমি খেয়েছি/আমি খাই নি, তুমি? (Wo chi le/wo hai mei chi, ni ne?) আমিও খেয়েছি/ আমিও খাই নি (Wo ye chi le/Wo ye hai mei chi)

আকাশ: চীনা ভাষায় 'হ্যালো' বলার কতগুলো পদ্ধতি আছে। তবে সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হলো 'ni hao'。 এর অর্থ হলো 'হাই' or ''হ্যালো । এটি যে কোনো সময়ে, যে কোনো উপলক্ষে যে কেউ ব্যবহার করতে পারেন। পরিচিত কিংবা অপরিচিত যে কারোর সঙ্গেই এটি ব্যবহার করা যায়।

লাবণ্য: তাহলে, কেউ যদি তোমাকে ni hao বলে, তো তার উত্তরে তুমি কী বলবে?

আকাশ: এর উত্তরেও একই কথা, অর্থাত্ ni hao বলব । ni মানে তুমি, hao মানে ভাল ni hao, hello!

লাবণ্য: ni hao! কিন্তু একসঙ্গে অনেক মানুষের সঙ্গে যদি আমার দেখা হয়, অর্থাত্ আমি যদি এমন কোথাও যাই যেখানে বন্ধুরা মিলে কোনো পার্টি দিচ্ছে, তাহলে কীভাবে একসঙ্গে আমি সবাইকে অভিবাদন জানাতে পারি?

আকাশ: সেক্ষেত্রে তুমি বলতে পারো -- da jia hao! da jia অর্থ সবাই আর da jia hao অর্থাত্ সবাইকে হ্যালো!

লাবণ্য: da jia hao!

বাক্য: হ্যালো , (জবাবে) হ্যালো; সবাইকে হ্যালো!

আকাশ: তুমি চেনো এমন কাউকে অভিবাদন জানাতে বলতে পারো, ni hao ma? এটা কেবল পরিচিত মানুষের সঙ্গে ব্যবহার করা যায়। চীনা ভাষায় 'ma' হলো প্রশ্নবোধক শব্দ।

লাবণ্য: ni hao ma?

আকাশ: জবাবে আমরা বলতে পারি wo hen hao, xie xie! Hen মানে খুব, xie xie মানে ধন্যবাদ।

লাবণ্য: wo hen hao, xie xie ! আমি খুব ভাল, ধন্যবাদ!

বাক্য: তুমি কেমন আছ? ni hao ma? আমি খুব ভাল, ধন্যবাদ! Wo hen hao, xie xie!

আকাশ: চীনা ভাষায় কাউকে hello বলার আরো কতকগুলো উপায় আছে। যেমন Ni chi le ma? মানে তুমি খেয়েছো? Chi মানে খাওয়া।

লাবণ্য: Ni chi le ma?

আকাশ: জবাবে বলা যায় Wo chi le অথবা wo hai mei chi। অর্থ হলো আমি খেয়েছি অথবা আমি খাই নি। তুমিও যদি প্রশ্নকর্তাকে একই প্রশ্ন করতে চাও, তাহলে বলতে পারো ni ne? এর অর্থ হলো তুমিও খেয়েছো নাকি? এর জবাব হতে পারে wo ye chi le অথবা wo ye hai mei chi। মানে আমিও খেয়েছি/ আমিও খাই নি। এখানে ye মানে ও।

লাবণ্য: wo chi le, wo hai mei chi আমি খেয়েছি ,আমি খাই নি।

আকাশ: ni ne?

লাবণ্য: ni ne? তুমি?

আকাশ: wo ye chi le, wo ye hai mei chi

লাবণ্য: wo ye chi le, wo ye hai mei chi। আমিও খেয়েছি/ আমিও খাই নি।

পর্যালোচনা: হ্যালো (ni hao); সবাইকে হ্যালো (da jia hao!) তুমি কেমন আছো? (ni hao ma?) আমি খুব ভাল, ধন্যবাদ! (Wo hen hao, xie xie!) তুমি খেয়েছো? (Ni chi le ma?) আমি খেয়েছি/আমি খাই নি, তুমি? (Wo chi le/wo hai mei chi, ni ne?) আমিও খেয়েছি/ আমিও খাই নি (wo ye chi le/Wo ye hai mei chi)

আকাশ: আজকের মতো এ পর্যন্ত। আশি করি, আজ যে শব্দ ও বাক্যগুলো আমরা আলোচনা করলাম তা চীনা বন্ধুদের অভিবাদন জানাতে আপনাদের কাজে লাগবে। আবার দেখা হবে! চাই চিয়ান!

লাবণ্য: চাই চিয়ান!

1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040