|
স্বামীর মৃত্যুতে মেন চেয়াং ন্যু অত্যন্ত মর্মাহত হন । রূপ কথা অনুযায়ী তার কান্নায় মহাপ্রাচীরের একটি অংশই ধসে পড়ে । এর পর তিনি নদীতে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেন ।
মেন চিয়াং ন্যু সম্পর্কিত লোক কাহিনীতে স্বামীর প্রতি তার অকৃত্রিম ভালবাসা , যুদ্ধের প্রতি তার প্রতিরোধের মনোবল এবং শান্তিপূর্ণ জীবনযাপন ও সুখী ভাগ্যের প্রতি তার আশা-আকাংক্ষা ফুটে উঠেছে । এর মাধ্যমে মানব জাতির প্রকৃত বাসনাও তুলে ধরা হয়েছে । যুগ যুগ ধরে এ লোক কাহিনী চীনের জনসাধারণের মধ্যে ব্যাপকভাবে প্রচার করা হয় । এতে চিন্তাধারা ও সংস্কৃতির অশেষ মূল্যও দেখা গেছে ।
বর্তমানে মেন চিয়াং ন্যু বিষয়ক লোক কাহিনীর উত্পত্তিস্থল বলে শাং তুং প্রদেশের চু ছুয়ান অঞ্চল খুব পরিচিত হয়েছে । এ অঞ্চল চি হো নদীর তীর ও বিখ্যাত থাই পর্বতের পাদদেশে অবস্থিত । রূপকথা অনুযায়ী মেন চিয়াং ন্যু ও তার স্বামীর মৃত্যুর পর তারা এ অঞ্চল থেকে স্বর্গে উঠেছেন । পরে চীনের চন্দ্রবর্ষের প্রতি বছরের তৃতীয় মাসের তৃতীয় দিন ও নবম মাসের নবম দিন এ দম্পতির ভালবাসার স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদনের জন্য একটানা তিন দিন উপাসনা ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় । এ রীতি-নীতি এখনো চীনের বিভিন্ন অঞ্চলে প্রচলন অব্যাহত রয়েছে । (থান ইয়াও খাং)
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |