Web bengali.cri.cn   
চীনের অবস্তুগত সাংস্কৃতিক উত্তরাধিকারী-লোককাহিনী
  2010-08-09 14:34:07  cri

আজ এ প্রতিবেদনে চীনের প্রাচীনকালের ৪টি প্রেম বিষয়ক লোক কাহিনীর অন্যতম 'মেন চিয়াং ন্যু' সম্পর্কে আপনাদের কিছু বলবো । গত আড়াই হাজার বছরেরও বেশি সময় ধরে এ লোক কাহিনী চীনের জনসাধারণের মধ্যে ব্যাপকভাবে প্রচার হয়ে আসছে । ২০০৬ সালে এ লোক কাহিনী রাষ্ট্রীয় অবস্তুগত সাংস্কৃতিক উত্তরাধিকার বিষয়ক চীনের প্রথম দফা নামের তালিকায় আন্তর্ভুক্ত হয়েছে ।

খ্রীস্টপূর্ব ৫৫০ সালে জেনারেল ওয়ান ছি লিয়াংয়ের নেতৃত্বে ছি রাজ্যের বাহিনী ল্যু রাজ্যের ওপর আক্রমণ চালায় । সে যুদ্ধে তিনি মারা যান । স্বামীর মুত্যুতে স্ত্রী মেন চিয়াং ন্যু কান্নায় ভেঙ্গে পড়েন । স্বামীর মৃতদেহ গ্রহণ করার জন্য তিনি শহরতলীর পথে রওনা হন । জেনারেল ওয়ান ছি লিয়াংয়ের প্রতি শোক প্রকাশের জন্য ছি রাজ্যের রাজা একজন বিশেষ দূত পাঠান । এতে মেন চিয়াং ন্যু অসন্তোষ প্রকাশ করেন । তিনি মনে করেন, তার স্বামী দেশের জন্য আত্মউত্সর্গ করেছেন । এ ক্ষেত্রে রাজার আন্তরিকতা অভাব ছিল না । পরে শহীদ জেনারেল ছি লিয়াংয়ের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদনের জন্য রাজা তার বাসায় যান । তার নির্দেশে জেনারেলের মৃতদেহকে উপকন্ঠের একটি সমাধিস্থলে দাফন করা হয় ।

1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040