|
ছাও চি ওয়ের বয়স ২৬ বছর । তিনি মাটির পুতুল তৈরি করা খুব পছন্দ করেন ।
তিনি বলেন , ছোট বেলা থেকেই হস্তশিল্প ও ঐতিহ্যবাহী লোক শিল্পকলার ব্যাপারে তার খুব আগ্রহ ছিল ।
হুই শান মাটির পুতুলকে দু' ভাগে বিভক্ত করা হয় । একটি হল বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপাসনা ও ধর্মীয় অনুষ্ঠানে ব্যবহারের জন্য বৌদ্ধ মূর্তি তৈরি করা । অন্যটি হল শিশুদের খেলনা হিসেবে মানব মূর্তি ও নানা রকম জীবজন্তুর ডিজাইন তৈরি করা । তৈরির কলাকৌশল এবং রঙ করার দিক থেকে মাটির পুতুল দক্ষিণ চীনের স্থানীয় রীতি-নীতি ও বৈশিষ্ট্যে ভরপুর ।
তিন বছর মেয়াদী বিশেষ প্রশিক্ষণ কোর্স চলাকালে উ শি শহরের বেশ কয়েক জন অল্পবয়সী শিক্ষার্থী মাটির পুতুল তৈরির গুরুদের কাছ থেকে পুতুলের ভাস্কর্য ও রং করার পদ্ধতি ও কলাকৌশল শিখেছেন ।
উ শি শহরের হুই শান মাটির পুতুল তৈরির কলাকৌশল যাতে ভাল অবস্থায় সুরক্ষা এবং তা উত্তরাধিকার সূত্রে গ্রহণ করা যায় , সেজন্য এ শহরের নতুন প্রজন্মের শিল্পীদের নিত্য জীবন থেকে আরো বেশি তথ্য সংগ্রহ এবং শ্রেষ্ঠ ডিজাইনারে পরিণত হতে দৃঢ় প্রতিজ্ঞ। (থান ইয়াও খাং)
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |