আজ এ প্রতিবেদনে পূর্ব চীনের উ শি শহরের উপকন্ঠে অবস্থিত হুই শান অঞ্চল ২ হাজার বছরেরও বেশি পুরানো একটি প্রাচীন থানা । এ অঞ্চলে মাটি দিয়ে পুতুল তৈরির ইতিহাস ১ হাজার বছরেরও বেশি । হুই শান মাটির পুতুল দক্ষিণ চীনের নিবিড় বৈশিষ্ট্যের জন্য দেশ-বিদেশের বিভিন্ন ক্ষেত্রের ব্যক্তিদের সামাদর পেয়েছে । ২০০৬ সালের ২০ মে রাষ্ট্রীয় অবস্তুগত সাংস্কৃতিক উত্তরাধিকার বিষয়ক চীনের রাষ্ট্রীয় পরিষদের প্রথম দফা নামের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে ।
উ শি মাটি পুতুল তৈরির জন্য মাটি ব্যবহারের ক্ষেত্রে খুব কড়াকড়ি রয়েছে । সাধারণতঃ ধান খেত থেকে কালো মাটি বাছাই করা হয় । মাটির পুতুল তৈরির কলাকৌশলও খুব জটিল । মাটির রঙ্গিন পুতুল তৈরির জন্য আরো সূক্ষ্ম কলাকৌশলের প্রয়োজন ।
২০০৭ সালে উ শি শহরে 'মাটি পুতুল উত্তরাধিকার সূত্রে গ্রহণ করা সংক্রান্ত নিয়মকানুন' প্রকাশিত হয়েছে । এ ক্ষেত্রে স্থানীয় সরকার ৪ লাখ ইউয়ান বরাদ্দ করেছে । চার জন প্রবীণ শিল্পীর সাহায্যে এ শহরের মাটির পুতুল তৈরি বিষয়ক একটি বিশেষ প্রশিক্ষণ কোর্স চালু হয়েছে । ফলে বেশ কয়েক জন অল্পবয়সী যোগ্য শিল্পী তৈরি হয়েছে ।
1 2