Web bengali.cri.cn   
চীনের অবস্তুগত সাংস্কৃতিক উত্তরাধিকার-ইয়্যু চ্যু অপেরা
  2010-07-30 18:45:36  cri

লি ওয়ান জেলার রাস্তায় রাস্তায় ও অলি গলির যেখানে সেখানে ইয়্যু চ্যু অপেরার সংগীতের মধুর সুর শোনা যায় । এ অঞ্চলে ইয়্যু চ্যু অপেরার বেশ কিছু শিল্পী দল গঠিত হয়েছে । গত বিশ বছরেরও বেশি সময় ধরে এ সব শিল্পী দল ইয়্যু চ্যু অপেরার উন্নয়নের জন্য নতুন প্রাণশক্তি যুগিয়েছে । পরিসংখ্যান অনুযায়ী এ অঞ্চলে এ পর্যন্ত ১ শ' ৬০টিরও বেশি ইয়্যু চ্যু অপেরা শিল্পী দল গঠিত হয়েছে ।

কুয়াং চৌ শহরের পূর্বাঞ্চলে অবস্থিত হোয়াং ফু জেলায় ২১টি ইয়্যু চ্যু অপেরা শিল্পী দল রয়েছে । এ সব শিল্পী দলের উদ্যোগে মাঝে মাঝে ইয়্যু চ্যু অপেরা পরিবেশনের অনুষ্ঠানের আয়োজন করা হয় । ইয়্যু চ্যু অপেরার অনুরাগীদের জন্যও এ সব শিল্পী দল উন্মুক্ত । ইয়্যু চ্যু অপেরার শিল্পী ও অনুরাগীরাও সময় সময় এক সাথে অপেরা পরিবেশনের ক্ষেত্রে বিনিময় এবং আমোদ প্রমোদ করে থাকেন ।

২০০৯ সালের সেপ্টেম্বর মাসে ইয়্যু চ্যু অপেরা মানবের অবস্তুগত সাংস্কৃতিক উত্তরাধিকার বিষয়ক ইউনেস্কোর তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে । এ অপেরা উন্নয়নের বেসরকারী ভিত্তি হিসেবে এ সব শিল্পী দল এ অপেরার সুরক্ষা ও ব্যাপক প্রচারের ব্যাপারে ব্যাপক ভূমিকা পালন করে আসছে । এ অপেরা উন্নয়নের ক্ষেত্রে স্থানীয় সরকার বেশ কিছু ইতিবাচক ব্যবস্থা নিয়েছে । (থান ইয়াও খাং)


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040