আজ এ প্রতিবেদনে দক্ষিণ চীনের কুয়াং তুং প্রদেশের ইয়্যু চ্যু নামের আঞ্চলিক অপেরা সম্পর্কে আপনাদের কিছু বলবো । ৫ শ' বছরের পুরানো এ অপেরা দক্ষিণ চীনের কুয়াং তুং প্রদেশে আঞ্চলিক ভাষায় পরিবেশন করা হয় । বর্তমানে চীনের কুয়াং তুং, কুয়াং শি , তাইওয়ান, হংকং ও ম্যাকাও ছাড়া সিংগাপুর , মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় চীনা জাতি অধ্যুষিত অঞ্চলগুলোতেও এ অপেরা খুব প্রচারিত হচ্ছে । ২০০৬ সালে এ অপেরা চীনের রাষ্ট্রীয় অবস্তুগত সাংস্কৃতিক উত্তরাধিকার বিষয়ক নামের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে ।
কুয়াং তুং প্রদেশের রাজধানী হিসেবে কুয়াং চৌ শহরে ইয়্যু চ্যু অপেরার বিপুল সংখ্যক অনুরাগী রয়েছেন । এ শহরের পশ্চিমাংশের লি ওয়ান জেলাকে 'ইয়্যু চ্যু অপেরার জন্মস্থল' বলা হয় । এ জেলায় এ অপেরা খুব জনপ্রিয় । অনেকে এ অপেরা অনুশীলনও পছন্দ করেন । এ প্রসঙ্গে কুয়াং চৌ শহরের লি ওয়ান জেলার একজন কর্মকর্তা বলেন , লি ওয়ান অঞ্চল ইয়্যু চ্যু অপেরার উত্পত্তিস্থল । এ অঞ্চল থেকে এ অপেরার উদ্ভব , প্রচলন এবং বিকাশ ঘটে । এ অঞ্চলে ইয়্যু চ্যু অপেরার শিল্পীও বেশি দেখা যাচ্ছে।
1 2