এ দিনটিকে 'তাই' জাতির লোকজনের মনে একটি সবচেয়ে সুন্দর ও সুখী দিন বলে গণ্য করা হয় । এ দিন ভোর বেলায় ইউনান প্রদেশের সিসুয়ানপাননা 'তাই' জাতি স্বায়ত্তশাসিত বিভাগের রাজধানী চিংহোং শহরের বিভিন্ন জাতির জনগণ উত্সবের পোষাক পরে লানছাংচিয়াং নদীর তীরে জমায়েত হয় এবং নববর্ষের শুভেচ্ছা ও কৃষি কাজের জন্য পর্যাপ্ত পানি ছিটানোর আবেদন জানায় ।
পানি ছিটানো উত্সবে যে পানি ব্যবহার করা হয় , তা লানছাংচিয়াং নদী থেকে আনা হয় । এ পানিকে সৌভাগ্যের পানি বলে আখ্যায়িত করা হয় । পানি ছিটিয়ে দেয়ায় মানুষের সুখ ও সৌভাগ্যের শুভেচ্ছাও জানানো হয় । পানি ছিটানো উত্সবের ছুটিতে বিভিন্ন জাতির লোকজন একে অপরের প্রতি আন্তরিক সম্ভাষণ ও সৌভাগ্যের শুভেচ্ছাও বিনিময় করেন । এতে তাই জাতির লোকজনের উদার স্বভাব, রীতি এবং উত্সবের আনন্দ ও জাঁকজমকপূর্ণ পরিবেশও ফুটে উঠে ।
1 2 3