আজ এ প্রতিবেদনে চীনের ইউনান প্রদেশের সিসুয়ানপাননা বনাঞ্চলে বসবাসকারী সংখ্যালঘু জাতির পানি ছিটানো উত্সবের ছুটি সম্পর্কে আপনাদের কিছু বলবো । এ অঞ্চলে বছরে একবার এ উত্সব পালিত হয় । এ বছর এ প্রদেশে গত ১ শ' বছরের মধ্যে অভূতপূর্ব খরা দেখা দিচ্ছে । জল সম্পদ সাশ্রয়ের জন্য এ বছর ২৪ ঘন্টা ধরে সারা দিনরাত উদযাপন করার রীতি-নীতির পরিবর্তে দিনে মাত্র ২ ঘন্টার উত্সব পালন করা হয় । এ বছর ছুটিতে যদিও পানি কম ব্যবহার করা হয়েছে , কিন্তু ছুটি উদযাপনের জন্য জাঁকজমকপূর্ণ পরিবেশের কোন কমতি ছিল না । এ বছরের পানি ছিটানো উত্সবের ছুটিতে আগের মতো একই রকম বৈচিত্র্যপূর্ণ পরিবেশ দেখা দিয়েছে ।
পানি ছিটানো উত্সবের ছুটি হচ্ছে থাই জাতি , আ ছাং জাতি , তে আং জাতি , পু লাং জাতি ও ওয়া জাতিসহ বিভিন্ন জাতির সবচেয়ে আড়ম্বরপূর্ণ উত্সব । এ উত্সব এ প্রদেশের বিভিন্ন সংখ্যালঘু জাতির নিত্য দিনের জীবনের ওপরও গভীর প্রভাব ফেলেছে । পানি ছিটানো উত্সবও 'তাই' জাতির নববর্ষ । এ উত্সব প্রতি বছরের এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে ৩ থেকে ৭ দিন স্থায়ী হয় । চলতি বছরের ১৫ এপ্রিল ছিল তাই জাতির নববর্ষ ।
1 2 3