
সেজন্য বাদকরা পুরানো পা উ'র ওপর সংস্কার চালিয়েছেন । তারা বাঁশের রীডের পরিবর্তে তামার রীড ব্যবহার করে নতুন পা উ যন্ত্র তৈরি করেন । ফলে সংগীত বাজানোর স্বর অনেক বেড়ে যায় । সংস্কারের পর সংখ্যালঘু জাতির লোক সংগীত বাদক দলের মধ্যে নতুন পা উ 'রঙ্গিন বাদ্যযন্ত্রে পরিণত হয়েছে । এখন পা উ বাদ্যযন্ত্রে আবেগপূর্ণ ও মধুরসুরসহ বিচিত্র সংগীতের সুর বাজানো যায় ।

এতে বাদক দলের অন্যান্য বাদ্যযন্ত্রের সঙ্গে সংগীত বাজানোর ক্ষেত্রে আরো সুষ্ঠুভাবে সমন্বয় করা যায় । এতক্ষণ আপনারা ' চাঁদের আলোতে' নামের সংগীতের সুর শুনলেন । এ সংগীতের সুরের মাধ্যমে বাদক দলের মধ্যে পা উ বাদ্যযন্ত্রের বিশেষ ভূমিকা ফুটে ওঠে । (থান ইয়াও খাং)

1 2