Web bengali.cri.cn   
চীনের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র-'পা উ'
  2010-04-23 20:58:37  cri

আজ এ অনুষ্ঠানে দক্ষিণ-পশ্চিম চীনের সংখ্যালঘু জাতি অঞ্চলে প্রচলিত এক রকম ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র সম্পর্কে আপনাদের কিছু বলবো । এ বাদ্যযন্ত্রের নেপথ্যে একটি রূপকথার কাহিনীও রয়েছে ।

রূপকথা অনুযায়ী দক্ষিণ-পশ্চিম চীনের হানি জাতির একটি গ্রামে একজন সুন্দরী মেয়ে বাস করতো । সে গান গাইতে খুব পছন্দ করতো । এক দিন একটি হিংস্র দৈত্য বলপূর্বক মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায় । তার জন্য গান গাইতে সে মেয়েকে আদেশ দেয় । মেয়ে তার আদেশ মানে নি । এ জন্য দৈত্যটি তার জিভকে কেটে ফেলল । ফলে মেয়েটি বোবা হয়ে যায় । মেয়েটির জিভের ক্ষতি পূরণের জন্য একজন প্রবীণ দেবতা বাঁশ থেকে জিভের আকারের মতো একটি ফালি তৈরি করেন ।

তিনি মেয়েটিকে এ বাঁশের ফালি উপহার দেন । আসলে প্রবীণ দেবতা জিভের পরিবর্তে বাঁশের ফালি তৈরি করেন , যাতে মেয়েটি হানি জাতির জনগণের জন্য অব্যাহতভাবে গান গাইতে পারে । কাহিনীতে যে 'বাঁশের জিভ'এর কথা বলা হয়েছে , তা' পা উ' নামের বাদ্যযন্ত্রের সঙ্গে সংশ্লিষ্ট ।

পা উ বাদ্যযন্ত্র তৈরি কাঠামো সহজ । এ বাদ্যযন্ত্র বাঁশের পাইপ ও রীড দিয়ে তৈরি করা হয় । বাদ্যযন্ত্রের উপরে ৮টি ছিদ্র তৈরি করা হয় । এ সব ছিদ্রের মাধ্যমে সংগীতের সুর বাজানো হয় । পা উ বাদ্যযন্ত্রের তৈরি কাঠামো সহজ হলেও তার সংগীতের সারমর্ম ফুটিয়ে তোলার শক্তি খুব প্রাচুর্যময় । একজন দক্ষ পা উ বাদক বিভিন্ন কৌশলে সংগীতের নানা রকম সুর বাজাতে পারেন ।

পা উ দক্ষিণ-পশ্চিম চীনের সংখ্যালঘু জাতির জনগণের জনপ্রিয় বাদ্যযন্ত্র । তরুণরা এ বাদ্যযন্ত্রের মাধ্যমে প্রেমিকদের কাছে প্রেমের আবেদন করে থাকে । পশুপালকরা পশুপালনের সময় এ বাদ্যযন্ত্রের ওপর নির্ভর করে আমোদ প্রমোদ করতো । কিন্তু ঐতিহ্যবাহী পা উ বাদ্যযন্ত্রে সংগীতের সুর বাজানোর ক্ষেত্রে দুর্বলতা দেখা দেয় । তার বাজানো স্বর দুর্বল এবং দর্শকদের আকর্ষণের শক্তি কম ।

1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040