Web bengali.cri.cn   
চীনের অবস্তুত সাংস্কৃতিক উত্তরাধিকার-হে চেই জাতির মাছের চামড়া দিয়ে তৈরি নিত্য ব্যবহার্য দ্রব্য
  2010-04-19 14:47:07  cri

এ প্রসংগে তিনি বলেন , ২০০৬ সালে পর্যটকদের জন্য লোক সংগীত পরিবেশনের পাশাপাশি তিনি মাছের চামড়া দিয়ে পোষাকেরও ব্যবস্থা করলেন । তিনি মাছের চামড়া দিয়ে একটি স্কার্ট , এক জোড়া বুট ও একটি পোষাক তৈরি করেন । চীনের সিসিটিভি'র অনুষ্ঠানে তার মাছের চামড়া দিয়ে তৈরি পোষাকও প্রদর্শিত হয়েছে । এ পোষাকের ডিজাইন খুবই ভালো । তিনি এ পোষাক পরে পেইচিংয়ে সংখ্যালঘু জাতি সমূহের সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নিয়েছেন ।

হে চেই জাতির পূর্বপুরুষরা শিকারের ওপর নির্ভর করে জীবনযাপন করতো । শিকারের সময় ঝড়ের প্রভাব প্রতিরোধ করার জন্য তারা মাছের চামড়া দিয়ে তৈরি পোষাক পরতো । সুতরাং তাদেরকে ' মাচের চামড়ার উপজাতিও' বলা হতো । হে চেই জাতির মাছের পোষাক তৈরির ইতিহাস এক হাজার বছরেরও বেশি পুরানো । কিন্তু গত কয়েক দশকে কেউই এ রকম পোষাক পরেন নি । তাই এ পোষাক তৈরির প্রযুক্তিও প্রায় বিলুপ্তির পথে ।

এখন আরো বেশি লোক হে চেই জাতির মাছের চামড়া ভিত্তিক সংস্কৃতি জানতে পেরেছে । এ রকম হস্তশিল্প দ্রব্য কেনায় পর্যটকরা আগ্রহী । মাছের চামড়া দিয়ে তৈরি একটি চিত্রের দাম ২ শ' ইউয়ানেরও বেশি । সুতরাং বহু হে চেই জাতির মানুষ প্রতি বছর মাছের চামড়া দিয়ে তৈরি হস্তশিল্প দ্রব্যের ওপর নির্ভর করে বিপুল অংকের অর্থ আয় করে থাকে । (থান ইয়াও খাং)


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040