|
এতক্ষণ আপনারা হে চেই জাতির একটি লোক সংগীত শুনলেন । গায়কের নাম ইউ ওয়েন ফুং । হে চেই জাতি চীনের অন্যতম কম লোকসংখ্যার উপজাতি । তাদের জনসংখ্যা মাত্র ৪ হাজারের একটু বেশি । হে চেই জাতির মধ্যে মাত্র কয়েকজন লোক এখনো এ জাতির ভাষা বলতে পারেন । ৫৮ বছর বয়স্ক এ মহিলা তাদের মধ্যে একজন । তিনিও হচ্ছেন হে চেই জাতির মাছের চামড়া দিয়ে পোষাক তৈরি উত্তরাধিকারী ।
চেই চিং খৌ থানার দর্শনীয় স্থানে হে চেই জাতির আধিবাসীদের একটি শিল্পী দল এ জাতির নাচ গানের পরিবেশনে তত্পর । যখন পর্যটনের মৌসুম আসে , তখন তারা পর্যটকদের জন্য হে চেই জাতির লোক সংগীত পরিবেশন করে থাকেন । ফলে মহিলা ইউ ওয়েন ফুংয়ের মাছের চামড়া দিয়ে তৈরি পোষাকও পর্যটকদের সামনে প্রদর্শিত হয় ।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |