|
২ হাজার বছরেরও বেশি সময় আগে ছিন রাজবংশের প্রথম সম্রাটের উদ্যোগে চীন একীভূত হয় । পরে চীনের বিভিন্ন অঞ্চলে লোক সংগীত ও আঞ্চলিক অপেরা পরিবেশনের সময় কুও চেং বাদ্যযন্ত্রও ব্যবহার করা হতো । এতে ভিন্ন অঞ্চলের সংগীত ও অপেরার ভিন্ন বৈশিষ্ট্যও সৃষ্টি হয়েছে । আধুনিককালে হোনান , শান তুং ও চে চিয়াংসহ বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম বৈশিষ্ট্যসম্পন্ন কুও চেংও দেখা যাচ্ছে ।
গত শতাব্দির পঞ্চাশের দশকে চীনের শিল্পীরা কুও চেং তৈরি ও বাজানোর ক্ষেত্রে বেশ সংস্কার চালিয়েছেন । এ বাদ্যযন্ত্রের গুণগত মান এখন আরো উন্নত হয়েছে । এর পাশাপাশি এ বাদ্যযন্ত্রে বাজানো বেশ কিছু নতুন লোক সংগীতও রচনা করা হয়েছে ।
(থান ইয়াও খাং)
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |