Web bengali.cri.cn   
চীনের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র-কুও চেং
  2010-04-12 21:00:44  cri

সুতরাং কুও চেংকে 'ছিন চেংও' বলা হয় । কুও চেং দিয়ে বাজানো ' জেলে' নামের একটি সংগীতে সন্ধ্যায় সূর্যাস্তের সৌন্দর্য এবং প্রচুর মাছ ধরায় জেলের মনের আনন্দ প্রকাশ পেয়েছে ।

'কুও চেং' চীনের প্রাচীনকালের অন্যতম তারযুক্ত বাদ্যযন্ত্র । বাদ্যযন্ত্রের উপরে যে কয়েকটি তার লাগানো রয়েছে , তাতে ভিন্ন তার থেকে ভিন্ন স্বর তৈরি করা যায় । অতি প্রাচীনকালে কুও চেংয়ের ৫টি তার ছিল । পরে এ বাদ্যযন্ত্রের তারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে । বর্তমানে সাধারণতঃ ১৩ বা ১৬টি তারযুক্ত কুও চেং বাদ্যযন্ত্র ব্যবহার করা হচ্ছে । কুও চেং বাদ্যযন্ত্রে সংগীতের চড়া বা মধুর সুর বাজানো যায় ।

1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040