|
বন্ধু, শীত চলে যাবার আগে তোমাকে বলতেই হবে
সবাই আছে আমার কাছে । তারা আছে আমার চিন্তা চেতনায় আর সারাটা হৃদয় জুড়ে
সবাইতো আছে ছবির হয়ে আমার পাশে ঠিক জমে যাওয়া বরফের মত
সময়ের গতি যদি পেছনেও বয়ে যায় তাহলেও আমি আবারও ভুল করবো
সে যাই হোক, আমি জানি আমিতো চেষ্টার ত্রুটি করি নি
যখন আমি অনেক দূরে চলে যাবো
হয়তো তখন সবাই বলবে আমিও ছিলাম একদিন এই পৃথিবীতে ।
অনেক দূরের সেখান থেকে জানি আর কোনদিন ফিরে আসবো না
সেদিন কেউতো আমার হৃদয়ের শ্বাশ্বত অনুভূতিকে ছিনিয়ে নিতে পারবে না
যে গান এতদিন গাইতে পারি নি সেগান গাইবো তখন গলা খুলে
দেখবো সেদিন দূরের নিবাস থেকে বিশাল এ ভূবনটাকে যেখানে আমি কিছুদি্ন হলেও ছিলাম
আসলে আমারতো সব কিছুই আছে , ভালোইতো ছিলাম
এইতো সময় আবার আমি একটা আপেল খাবো ।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |